সাডেন ডেথে ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে ফরাশগঞ্জ

নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য ড্র হওয়ায় ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানেও ৪-৪ সমতা। এরপর সাডেন ডেথে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে অনূর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2018, 02:38 PM
Updated : 10 May 2018, 02:38 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রতিযোগিতার প্রথম সেমি-ফাইনালে সাডেন ডেথে ব্রাদার্সের ইমরানের শট পোস্টে লেগে ফেরার পর ফরাশগঞ্জের মোহাম্মদ আসলাম গোল করে দলকে ফাইনালে তোলেন।

ম্যাচের ৩১ মিনিটে ডি বক্সের ভেতর থেকে আলমান রহমানের শট ডান পোস্টে লেগে ফিরলে এগিয়ে যাওয়া হয়নি ব্রাদার্সের। ৩৬ মিনিটে বাঁ-দিক থেকে ফরাশগঞ্জের মিডফিল্ডার জীবন মিয়ার ক্রসে রফিকুল ইসলামের নেওয়া শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়।

দ্বিতীয়ার্ধে ব্রাদার্সের হাবিবুর রহমান অপুর প্লেসিং শট লক্ষ্যে থাকেনি। ৭৩ মিনিটে ফরাশগঞ্জের বদলি ফরোয়ার্ড মাসুম মিয়াও গোলরক্ষক বরাবর মেরে সুযোগ নষ্ট করেন। অতিরিক্ত সময়েও গোল পায়নি কোনো দল।

শুক্রবার অপর সেমি-ফাইনালে আরামবাগ ক্রীড়া সংঘের মুখোমুখি হবে আবাহনী। এ ম্যাচের জয়ী দলের সঙ্গে আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচ খেলবে ফরাশগঞ্জ।