বাংলাদেশ ওপেনে যৌথভাবে শীর্ষে জামাল

সাদামাটা শুরুর পর বাংলাদেশ ওপেনের দ্বিতীয় রাউন্ডে দারুণভাবে ঘুরে দাঁড়ালেন জামাল হোসেন মোল্লা। দ্বিতীয় দিনের খেলা শেষে পারের চেয়ে আট শট কম খেলে যৌথভাবে শীর্ষে রয়েছেন তিনি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2018, 01:32 PM
Updated : 10 May 2018, 01:32 PM

কুর্মিটোলা গলফ কোর্সে বৃহস্পতিবার আটটি বার্ডি ও একটি বোগি করেন জামাল।

বৃষ্টির কারণে দ্বিতীয় রাউন্ডের খেলাও পুরোপুরি শেষ হয়নি। দ্বিতীয় দিনে পারের চেয়ে পাঁচ শট কম খেলা সুইডেনের ম্যালকম কোকোচিনস্কি সব মিলিয়ে আট শট কম খেলে জামালের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন।

তিন লাখ ডলার প্রাইজমানির এশিয়ান ট্যুরের এই প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ডে ১৮ হোলের খেলা শেষ করতে পারা মোহাম্মদ রবিন পারের চেয়ে দুই শট কম নিয়ে যৌথভাবে ২২তম স্থানে আছেন।

দ্বিতীয় দিনে নয় হোলের খেলা শেষ করতে পারা সিদ্দিকুর তিনটি বার্ডি ও একটি বোগি করেন। পারের চেয়ে ১ শট কম নিয়ে যৌথভাবে ২৬তম স্থানে থেকে দিন শেষ করেছেন ২০১৩ সালে দ্বিতীয় এবং সর্বশেষ এশিয়ান ট্যুরের শিরোপা জেতা এই গলফার।

প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও বাজে খেলেছেন দুলাল হোসেন। ১২টি হোলের মধ্যে দুটি বার্ডি করেন তিনি। পারের চেয়ে ছয় শট বেশি নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন এই গলফার।