মিলানকে উড়িয়ে ইতালিয়ান কাপ ইউভেন্তুসের

ঘরোয়া ফুটবলে আরও একবার ডাবল জয়ের পথে এগিয়ে চলা ইউভেন্তুসের বিপক্ষে প্রখমার্ধে বেশ ভালোই লড়লো এসি মিলান। কিন্তু বিরতির পর পাল্টে গেল চিত্র; আট মিনিটের মধ্যে তিনবার বল জালে পাঠানো তুরিনের ক্লাবটি প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে ধরে রাখলো ইতালিয়ান কাপের মুকুট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2018, 09:51 PM
Updated : 9 May 2018, 09:51 PM

বুধবার রাতে রোমের অলিম্পিক স্টেডিয়ামের ফাইনাল ৪-০ গোলে জিতেছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল। এই নিয়ে টানা চতুর্থবার ও সব মিলিয়ে সর্বোচ্চ ১৩ বার ইতালিয়ান ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির শিরোপা জিতল ইউভেন্তুস।

গোলশূন্য প্রথমার্ধের পর ৫৬তম মিনিটে মেদি বেনাতিয়ার গোলে এগিয়ে যাওয়ার পর ৬১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার দগলাস কস্তা।
৬৪তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন ফরাসি ডিফেন্ডার বেনাতিয়া। আর ৭৬তম মিনিটে ক্রোয়াশিয়ার ফরোয়ার্ড নিকোলা কালিনিচের আত্মঘাতী গোলে ম্যাচ থেকে ছিটকে যায় মিলান। শিরোপা নিশ্চিত হয়ে যায় সেরি আর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ইউভেন্তুসের।