সিটির জয়ের রাতে আর্সেনাল, চেলসির হোঁচট
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 May 2018 03:11 AM BdST Updated: 10 May 2018 03:11 AM BdST
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির জয়ের রাতে আর্সেনাল হেরেই গেছে। নিজেদের মাঠে পয়েন্ট খুঁইয়েছে চেলসি। লিগের বড় দলগুলোর মধ্যে সিটি ছাড়া জিতেছে শুধু টটেনহ্যাম হটস্পার।
ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে ৩-১ গোলে হারায় গুয়ার্দিওলার সিটি। লেস্টার সিটির মাঠ থেকে ৩-১ গোলের হার নিয়ে ফেরে আর্সেন ভেঙ্গারের আর্সেনাল। স্ট্যামফোর্ড ব্রিজে নিচের দিকের দল হাডার্সফিল্ড টাউনের সঙ্গে ১-১ ড্র করে চেলসি। নিজেদের মাঠে হ্যারি কেইনের একমাত্র গোলে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়েছে টটেনহ্যাম।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের চতুর্দশ মিনিটে পিছিয়ে পড়ে আর্সেনাল। সতীর্থের হেড করে বাড়ানো বল জালে পৌঁছে লেস্টারকে এগিয়ে নেন নাইজেরিয়ান ফরোয়ার্ড কেলাচি ইহেনাচো।
পরের মিনিটে ইহেনাচোকে ফাউল করে কনস্তানতিনোস মাভরোপানোস লালকার্ড দেখলে আর্সেনাল ১০ জনের দলে পরিণত হয়। তবে ৫৩তম মিনিটে পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের বাঁ পায়ের শট ঠিকানা খুঁজে পেলে সমতায় ফেরে ভেঙ্গারের দল।

এদিকে ইতিহাদ স্টেডিয়ামে ষোড়শ মিনিটে দানিলোর গোলে এগিয়ে যায় সিটি।
ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে ২০তম মিনিটে সমতায় ফেরান জোসে লেনার্দো উয়া।
৩৪তম মিনিটে লেরয় সানের বাড়ানো বল লক্ষ্যে পৌঁছে সিটিকে এগিয়ে নেন বের্নার্দো সিলভা। এরই সঙ্গে প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের (১০৪) রেকর্ড গড়ে সিটি। ২০০৯-১০ মৌসুমে ১০৩ গোলের আগের রেকর্ডটি চেলসির।
আর ৭২তম মিনিটে ফের্নান্দিনিয়োর লক্ষ্যভেদে জয় অনেকটা নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের।

আগেই লিগ শিরোপা ঘরে তোলা সিটির ৩৭ ম্যাচে পয়েন্ট ৯৭। ৩৬ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৭ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা টটেনহ্যাম সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করেছে।
লিগ টেবিলে সেরা চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগে খেলার চতুর্থ টিকেটের জন্য লড়াই চলছে ৭২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা লিভারপুলের সঙ্গে ৭০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা চেলসির। লিগে নিজেদের শেষ ম্যাচে লিভারপুল হারলে এবং চেলসি জিতলেই সরাসরি সুযোগ পাবে আন্তোনিও কন্তের দল।
-
সুপার লিগে খেললে নিষিদ্ধ বিশ্বকাপে: ফিফা
-
লিগে চট্টগ্রাম আবাহনীর প্রথম জয়
-
মোহামেডানকে আবারও হারাল সাইফ স্পোর্টিং
-
এমন হারেও বিব্রত নয় রিয়াল
-
ডে ব্রুইনে ও ওয়াকারের চোট ভাবাচ্ছে গুয়ার্দিওলাকে
-
সুপার কাপকে সেরি আর প্রেরণা হিসেবে নিচ্ছেন রোনালদো
-
ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন শুধুই রোনালদো
-
তৃতীয় সারির দলের বিপক্ষে হেরে বিদায় রিয়ালের
সর্বাধিক পঠিত
- ভারতের সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু
- বাইডেনের জন্য ট্রাম্পের চিঠি
- তামিমকে ১ বছর পর বিচার করতে বললেন সাকিব
- ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন শুধুই রোনালদো
- তৃতীয় সারির দলের বিপক্ষে হেরে বিদায় রিয়ালের
- ৪৪ বছর বয়সে মাঠে ফিরে দিলশানের চমক
- এমন অভিষেক আগে দেখেনি কেউ
- রেকর্ড গড়া অভিষেকেও আকিল হোসেনের আক্ষেপ
- ‘আসল দল আসছে’ ভারতকে পিটারসেনের হুঁশিয়ারি
- আমেরিকাকে ডুবিয়ে বিদায় হলেন ট্রাম্প