সিটির জয়ের রাতে আর্সেনাল, চেলসির হোঁচট
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 May 2018 03:11 AM BdST Updated: 10 May 2018 03:11 AM BdST
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির জয়ের রাতে আর্সেনাল হেরেই গেছে। নিজেদের মাঠে পয়েন্ট খুঁইয়েছে চেলসি। লিগের বড় দলগুলোর মধ্যে সিটি ছাড়া জিতেছে শুধু টটেনহ্যাম হটস্পার।
ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে ৩-১ গোলে হারায় গুয়ার্দিওলার সিটি। লেস্টার সিটির মাঠ থেকে ৩-১ গোলের হার নিয়ে ফেরে আর্সেন ভেঙ্গারের আর্সেনাল। স্ট্যামফোর্ড ব্রিজে নিচের দিকের দল হাডার্সফিল্ড টাউনের সঙ্গে ১-১ ড্র করে চেলসি। নিজেদের মাঠে হ্যারি কেইনের একমাত্র গোলে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়েছে টটেনহ্যাম।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের চতুর্দশ মিনিটে পিছিয়ে পড়ে আর্সেনাল। সতীর্থের হেড করে বাড়ানো বল জালে পৌঁছে লেস্টারকে এগিয়ে নেন নাইজেরিয়ান ফরোয়ার্ড কেলাচি ইহেনাচো।
পরের মিনিটে ইহেনাচোকে ফাউল করে কনস্তানতিনোস মাভরোপানোস লালকার্ড দেখলে আর্সেনাল ১০ জনের দলে পরিণত হয়। তবে ৫৩তম মিনিটে পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের বাঁ পায়ের শট ঠিকানা খুঁজে পেলে সমতায় ফেরে ভেঙ্গারের দল।

এদিকে ইতিহাদ স্টেডিয়ামে ষোড়শ মিনিটে দানিলোর গোলে এগিয়ে যায় সিটি।
ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে ২০তম মিনিটে সমতায় ফেরান জোসে লেনার্দো উয়া।
৩৪তম মিনিটে লেরয় সানের বাড়ানো বল লক্ষ্যে পৌঁছে সিটিকে এগিয়ে নেন বের্নার্দো সিলভা। এরই সঙ্গে প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের (১০৪) রেকর্ড গড়ে সিটি। ২০০৯-১০ মৌসুমে ১০৩ গোলের আগের রেকর্ডটি চেলসির।
আর ৭২তম মিনিটে ফের্নান্দিনিয়োর লক্ষ্যভেদে জয় অনেকটা নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের।

আগেই লিগ শিরোপা ঘরে তোলা সিটির ৩৭ ম্যাচে পয়েন্ট ৯৭। ৩৬ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৭ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা টটেনহ্যাম সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করেছে।
লিগ টেবিলে সেরা চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগে খেলার চতুর্থ টিকেটের জন্য লড়াই চলছে ৭২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা লিভারপুলের সঙ্গে ৭০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা চেলসির। লিগে নিজেদের শেষ ম্যাচে লিভারপুল হারলে এবং চেলসি জিতলেই সরাসরি সুযোগ পাবে আন্তোনিও কন্তের দল।
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
-
উইম্বলডনকে জরিমানা
-
চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
-
কক্সবাজারে টেকনিক্যাল সেন্টারের জন্য জায়গা পেল বাফুফে
-
ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে
-
২ হাজার খুদে দাবাড়ু নিয়ে স্কুল দাবা
-
মুক্তিযোদ্ধা সংসদকে গোলে ভাসাল রহমতগঞ্জ
-
লিডস থেকে ম্যানসিটিতে ফিলিপস
সর্বাধিক পঠিত
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ
- পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়ায় প্রথম সফর প্রধানমন্ত্রীর
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে