ভিয়ারিয়ালকে উড়িয়ে রেকর্ডের পথে বার্সা

জোড়া গোল করলেন পুরো ম্যাচে দারুণ খেলা উসমান দেম্বেলে। জালের দেখা পেলেন ছন্দে থাকা লিওনেল মেসিও। তাতে ভিয়ারিয়ালকে সহজেই হারিয়ে লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেছে বার্সেলোনা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2018, 07:56 PM
Updated : 9 May 2018, 10:09 PM

কাম্প নউয়ে বুধবার রাতে ম্যাচটি ৫-১ গোলে জিতেছে কাতালান ক্লাবটি। বাকি দুই ম্যাচে লেভান্তে ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হার এড়াতে পারলেই ৩৮ ম্যাচের লা লিগায় প্রথম দল হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়বে বার্সেলোনা।

প্রথমদিকে ফিলিপে কৌতিনিয়ো ও পাওলিনিয়োর গোলে এগিয়ে যাওয়ার পর বিরতির আগে ব্যবধান বাড়ান মেসি। আর শেষ দিকে জোড়া গোল করেন দেম্বেলে।

স্প্যানিশ ফুটবলের রীতি অনুযায়ী আগেই শিরোপা নিশ্চিত করা বার্সেলোনাকে ম্যাচের আগে ‘গার্ড অব অনার’ দেয় ভিয়ারিয়াল। পাঁচ মিনিটের ব্যবধানে দুই ব্রাজিলিয়ানের গোলে শুরুটা দুর্দান্ত করে চ্যাম্পিয়নরা।

একাদশ মিনিটে প্রথম গোলটির মূল কৃতিত্ব দেম্বেলের। বল পায়ে দ্রুত ছুটে দুজনকে কাটিয়ে একটু আড়াআড়ি গিয়ে জোরালো শট নেন ফরাসি ফরোয়ার্ড। ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক; কিন্তু বিপদমুক্ত করতে পারেননি। আলগা বল ফাঁকায় পেয়ে জালে পাঠান কৌতিনিয়ো।

ষষ্ঠদশ মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার রক্ষণচেরা পাস ছয় গজ বক্সের বাইরে পেয়ে ডান দিকে বল বাড়ান লুকাস দিনিয়ে। অনায়াসে লক্ষ্যভেদ করেন পাওলিনিয়ো। দিনিয়েকে প্রতিহত করতে এগিয়ে যাওয়া গোলরক্ষকের কিছুই করার ছিল না।

৪১তম মিনিটে দেম্বেলের কাটব্যাক পেয়ে সুযোগ নষ্ট করেন মেসি। পাল্টা আক্রমণে ডিফেন্ডার কস্তার শট পা দিয়ে রুখে দেন বার্সেলোনার দ্বিতীয় পছন্দের গোলরক্ষক ইয়াসপার সিলেসেন।

৪৫তম মিনিটে দারুণ নৈপুণ্যে ব্যবধান বাড়ান মেসি। পিছনে ইনিয়েস্তাকে বল বাড়িয়ে দ্রুত ছয় গজ বক্সের মুখে ছুটে গিয়ে ফিরতি পাস পেয়ে নীচু শটে গোলটি করেন আর্জেন্টাইন তারকা।

চলতি মৌসুমে লিগে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের এটি ৩৪তম গোল।

প্রথমার্ধে তিন গোল খেয়ে কোণঠাসা হয়ে পড়া ভিয়ারিয়াল বিরতির পর আক্রমণাত্মক শুরু করে। ৫৪তম মিনিটে গোলও পেয়ে যায় তারা। পাবলো ফোরনালসের ক্রস নিকোলা সানসোনের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। সিলেসেনের কিছুই করার ছিল না।

কাম্প নউয়ে শেষবারের মতো নামা ইনিয়েস্তাকে ৬১তম মিনিটে তুলে নেন কোচ। পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে অধিনায়ককে শ্রদ্ধা জানায়। বদলি নামেন লুইস সুয়ারেস।

৮৭তম মিনিটে নিজের প্রথম গোলটি করেন দেম্বেলে। ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে এক জনকে কাটিয়ে দূরের পোস্টে বল বাড়ান ইভান রাকিতিচ। বিনা বাধায় গোলটি করেন মৌসুমের শুরুতে দলে আসা তরুণ ফরাসি ফরোযার্ড।

আর তিন মিনিট যোগ করা সময়ের শেষ মুহূর্তে একক নৈপুণ্যে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন দেম্বেলে। অনেকখানি দৌড়ে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারদের এড়িয়ে ডি-বক্সে ঢুকে বল ঠিকানায় পাঠান তিনি।

৩৬ ম্যাচে ২৭তম জয় পাওয়া চ্যাম্পিয়ন বার্সেলোনার পয়েন্ট হলো ৯০। ষষ্ঠ স্থানে থাকা ভিয়ারিয়ালের পয়েন্ট ৫৭।