রোনালদো থাকায় বিশ্বকাপে ‘ফেভারিট’ পর্তুগাল

রাশিয়া বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে পর্তুগালের সম্ভাবনা দেখছেন জোসে মরিনিয়ো। দলটিতে ক্রিস্তিয়ানো রোনালদো থাকায় কোনো কিছুই অসম্ভব নয় বলে মনে করেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই পর্তুগিজ কোচ। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2018, 01:22 PM
Updated : 8 May 2018, 01:22 PM

২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে রোনালদো ছাড়া পর্তুগাল দলে তেমন কোনো তারকার উপস্থিতি ছিল না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রোনালদোর নেতৃত্বে প্রথমবারের মতো ইউরোপ সেরা হয় দলটি।

ফিফা র‌্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে থেকে জুন-জুলাইয়ে হতে যাওয়া এবারের বিশ্বকাপে খেলতে যাবে পর্তুগাল। গ্রুপ পর্বে স্পেন, ইরান ও মরক্কোর বিপক্ষে খেলবে রোনালদোরা।

মরিনিয়োর মতে, পর্তুগালের পাশাপাশি লিওনেল মেসির দল আর্জেন্টিনারও আসছে বিশ্বকাপে ভালো সম্ভাবনা আছে। 

“পর্তুগালের দলটা বেশ আকর্ষণীয়। ক্রিস্তিয়ানো ছাড়া এটা অসম্ভব; কিন্তু তাকে নিয়ে কোনো কিছুই অসম্ভব নয়। আমার বিশ্বাস, লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনা বিশ্বকাপের দাবিদার নয়। কিন্তু তাকে নিয়ে তারা অন্যতম ফেভারিট।”