ফরাসি কাপের ফাইনালে দলের সাথে নেইমার

এখনও মাঠে নামার মতো অবস্থায় আসেননি নেইমার। তারপরও ফরাসি কাপের ফাইনালে ব্রাজিলিয়ান তারকা দলের সাথে থাকবেন বলে জানিয়েছেন পিএসজি কোচ উনাই এমেরি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2018, 10:57 AM
Updated : 8 May 2018, 10:57 AM

মঙ্গলবার টুর্নামেন্টের ফাইনালে তৃতীয় সারির দল লেস হারবিয়েরসের মুখোমুখি হবে পিএসজি। এখানে জিতলে ফ্রান্সের ঘরোয়া ফুটবলে ‘ট্রেবল’ জিতে বিদায় নেবেন দলটির স্প্যানিশ কোচ উনাই এমেরি।

ফেব্রুয়ারির শেষ দিকে মার্সেইয়ের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে ব্রাজিল অধিনায়কের ডান পায়ের পাতার পঞ্চম মেটাটারসাল ভেঙে যায়। ব্রাজিলের সাও পাওলোতে অস্ত্রোপচারের দুই মাস পর শনিবার প্যারিসে ফিরেন নেইমার। ফিটনেস ফিরে পেতে ক্লাবের জিমে ঘাম ঝরাচ্ছেন এই তারকা ফরোয়ার্ড।

পিএসজি কোচ নিশ্চিত করেছেন এখনই মাঠে নামার মতো মতো ফিট নন নেইমার। চোটে ছিটকে গেছেন মার্কো ভেরাত্তিও।

“নেইমার তার কাজ অব্যাহত রাখবে এবং আগামীকাল(মঙ্গলবার) সে দলের সাথে থাকবে।”

“আমি নেইমারের সাথে কথা বলেছি কিন্তু ফরাসি কাপের ফাইনালে কিছুই করা সম্ভব না। নেইমার ও ভেরাত্তি খেলতে পারবে না।”

জাতীয় দল সতীর্থ নেইমারের প্রসঙ্গে পিএসজি অধিনায়ক চিয়াগো সিলভা বলেন, “নেইমার ভালো আছে। সে ভালোভাবে সেরে উঠছে। আগামীকাল সে এখানে থাকবে।”

“সে এখনও ভুগছে। আমাদের সাথে অনুশীলন করা বা মাঠে নামার উপযুক্ত হয়নি এখনও।”

ফরাসি কাপের ফাইনালের পর চলতি মৌসুমে আরও দুটি ম্যাচ রয়েছে লিগ ওয়ান চ্যাম্পিয়নদের। লিগে ১২ মে রেনের বিপক্ষে ম্যাচের পর ১৯ মে কঁর মুখোমুখি হবে পিএসজি।