সুয়ারেস বলেই ভব্যতা দেখাননি রামোস

লুইস সুয়ারেস চোট পেয়ে মাঠে পড়ে গেলেও খেলা থামায়নি রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার ফরোয়ার্ডের অতীত ইতিহাসের জন্যই এমনটা করা হয়েছে বলে জানিয়েছেন রিয়াল অধিনায়ক সের্হিও রামোস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2018, 02:22 PM
Updated : 7 May 2018, 02:22 PM

রোববার রাতে কাম্প নউয়ে উত্তাপ ছড়ানো ক্লাসিকোয় ২-২ গোলে ড্র করে দুই দল। এতে লা লিগায় অপরাজিত থেকে মৌসুম শেষ করার পথে আরেকটু এগিয়ে গেলো বার্সেলোনা। অবশিষ্ট তিনটি ম্যাচ অপরাজিত থাকলে মাত্র তৃতীয় ক্লাব হিসেবে লা লিগা ইতিহাসে এই কীর্তি গড়বে এরনেস্তো ভালভেরদের দল।

দ্বিতীয়ার্ধে চোট পেয়ে সুয়ারেস মাঠে পড়ে গেলেও প্রথা অনুযায়ী বল মাঠের বাইরে পাঠিয়ে খেলা বন্ধ করেনি রিয়াল। ম্যাচের পর কোন অনুশোচনা দেখাননি রামোস।

“যখনই মাঠে কেউ আহত হয় এবং আমরা এটা গুরুতর মনে করি, আমরা বল বাইরে পাঠিয়ে দেই। এটা সম্মান জানানোর জন্য।”

“কিন্তু তার আচরণ, ভঙ্গি এবং সে কেমন জানায় আমি মনে করিনি এমনটা করা দরকার ছিল।”