মেসির বিরুদ্ধে রেফারিকে প্রভাবিত করার অভিযোগ রামোসের

উত্তাপ ছড়ানো ‘ক্লাসিকোয়’ লিওনেল মেসির বিরুদ্ধে রেফারিকে প্রভাবিত করার অভিযোগ এনেছেন সের্হিও রামোস। বিরতির সময় টানেলে বার্সেলোনা তারকা রেফারি আলেহান্দ্রো এরনান্দেসের সঙ্গে কথা বলে চাপ প্রয়োগ করেন বলে দাবি রিয়াল মাদ্রিদ অধিনায়কের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2018, 09:39 AM
Updated : 7 May 2018, 12:34 PM

রোববার কাম্প নউয়ে ২-২ গোলে ড্র হয় রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার রোমাঞ্চকর লড়াই। দুইবার পিছিয়ে পড়েও সমতা ফেরায় অতিথিরা।

দশম মিনিটে বার্সেলোনাকে এগিয়ে নেন লুইস সুয়ারেস। পাঁচ মিনিট পর দুই গজ দূর থেকে বল জালে পাঠিয়ে সমতা টানেন ক্রিস্তিয়ানো রোনালদো।

বিরতির আগে শেষ মুহূর্তে সের্হিও রবের্তো লাল কার্ড দেখলে দশজনের দলে পরিণত হয় স্বাগতিকরা। একজন কম নিয়েই দ্বিতীয়ার্ধের শুরুতে মেসির দারুণ গোলে আবারও এগিয়ে যায় বার্সেলোনা। তবে ৭২ মিনিটে রোনালদোর বদলি মার্কো আসেনসিওর সহায়তায় সফরকারীদের ম্যাচে ফেরান ওয়েলস ফরোয়ার্ড গ্যারেথ বেল।

চার মিনিট পর ডি-বক্সে মার্সেলোকে বার্সেলোনার আলবা পায়ে লাথি মেরে ফেলে দিলেও পেনাল্টি দেননি রেফারি।

প্রথমার্ধের পর বিরতিতে টানেলে মেসির সঙ্গে কথা হয় রেফারি এরনান্দেসের। রিয়াল অধিনায়কের বরাত দিয়ে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা তাদের প্রতিবেদনে জানিয়েছে।

রামোস বলেন, “টানেলে মেসি কিছুটা চাপ প্রয়োগ করে। আমি জানি না সেখানে ক্যামেরা ছিল কিনা।”

“এটা ফুটবল এবং যতক্ষণ না তা আপনাকে আঘাত করছে, সবকিছু মাঠেই শেষ করে আসতে হয়।”