লিগে বিদেশি ফুটবলারদের কোটা বাড়ল

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রতিটি দল সর্বোচ্চ চার জন বিদেশি ফুটবলার নিবন্ধন করাতে পারবে, খেলাতে পারবে তিন জন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2018, 03:24 PM
Updated : 6 May 2018, 03:24 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি বিদেশি খেলোয়াড়দের কোটা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

গত প্রিমিয়ার লিগে সর্বোচ্চ তিন বিদেশি ফুটবলার নিবন্ধন এবং ম্যাচে সর্বোচ্চ দুই জনকে খেলানোর সিদ্ধান্ত ছিল। দেশি ফুটবলারদের সুযোগ করে দিতেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

বাফুফেতে রোববার কার্যনির্বাহী কমিটির সভা শেষে সংস্থাটির সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী বিদেশি ফুটবলারদের কোটা বাড়ানোর কথা সংবাদ সম্মেলনে জানান।

“এএফসি কাপে দলগুলো একজন এশিয়ানসহ সর্বোচ্চ চারজন রেজিস্ট্রেশন করাতে পারে। আমরাও এএফসির পথটাই অনুসরণ করেছি। তবে এক ম্যাচে একজন এশিয়ানসহ সর্বোচ্চ তিন জন বিদেশি খেলানোর সুযোগ দিব।”

গত লিগের খেলা হয়েছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। লিগের খেলা ফের ঢাকার বাইরে যাচ্ছে। ৫ থেকে ৮টি ভেন্যুতে আসন্ন লিগের খেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাহী কমিটি।

এছাড়া আগামী ১৩ মে অনূধর্ব-১৮ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আয়োজনের এবং এই প্রতিযোগিতাটির পরের আসর লিগ ভিত্তিক করার সিদ্ধান্তও হয়।