নাপোলির হোঁচটে শিরোপার আরও কাছে ইউভেন্তুস

সেরি আয় তোরিনোর বিপক্ষে ঘরের মাঠে হোঁচট খেয়েছে নাপোলি। ফলেল টানা সপ্তম শিরোপা জয়ের খুব কাছে পৌঁছে গেছে ইউভেন্তুস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2018, 03:19 PM
Updated : 6 May 2018, 03:19 PM

রোববার ইতালির শীর্ষ লিগের ম্যাচটিতে দুবার এগিয়ে গিয়েও ২-২ ড্র নিয়ে মাঠ ছাড়ে নাপোলি।

গত ২২ এপ্রিল ইউভেন্তুসকে তাদেরই মাঠে হারিয়ে শিরোপা লড়াই জমিয়ে তুলেছিল নাপোলি। কিন্তু গত সপ্তাহে ফিওরেন্তিনার মাঠে হারের পর তোরিনোর বিপক্ষে এই ড্রয়ে লক্ষ্য থেকে এক রকম ছিটকেই গেল দলটি।

সান পাওলো স্টেডিয়ামে ২৫তম মিনিটে ড্রিস মের্টেন্সের গোলে পিছিয়ে পড়ার পর ৫৫তম মিনিটে সমতা টানেন তোরিনোর মিডফিল্ডার দানিয়েলে বাসেলি।

৭১তম মিনিটে নাপোলিকে ফের এগিয়ে দেন মারেক হামসিক। কিন্তু ৮৩তম মিনিটে ইতালিয়ান ডিফেন্ডার লরেন্সো দে সিলভেস্তি বল জালে পাঠালে জয়বঞ্চিত হয় নাপোলি।

শিরোপার ঘ্রাণ পাওয়া ইউভেন্তুসের পয়েন্ট ৩৬ ম্যাচে ৯১। ৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে নাপোলি।