হাডার্সফিল্ডের বিপক্ষে ম্যানসিটির হোঁচট
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 May 2018 08:28 PM BdST Updated: 07 May 2018 12:05 AM BdST
ট্রফি হাতে পাওয়ার দিনটাকে জয়ে রাঙাতে পারল না ম্যানচেস্টার সিটি। হাডার্সফিল্ড টাউনের মাঠে হোঁচট খেয়েছে আগেই চ্যাম্পিয়ন হয়ে যাওয়া পেপ গুয়ার্দিওলার দল।
রোববার ইতিহাদ স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। নভেম্বরে হাডার্সফিল্ডের মাঠে প্রথমে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে সের্হিও আগুয়েরো ও রাহিম স্টার্লিংয়ের গোলে জয় পেয়েছিল গুয়ার্দিওলার দল।
ম্যাচ শেষে শিরোপা তুলে দেওয়া হয় পাঁচ ম্যাচ বাকি থাকতে চ্যাম্পিয়ন হওয়া ম্যানচেস্টার সিটির হাতে।
এবার নিয়ে শেষ সাত মৌসুমে তৃতীয় এবং ইংলিশ ফুটবলে পঞ্চম লিগ শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি। ২০১৬ সালে দায়িত্ব নেওয়া পেপ গুয়ার্দিওরার অধীনে এটাই দলটির প্রথম লিগ শিরোপা।

গোলের জন্য মরিয়া হয়ে শেষ দিকে একটানা আক্রমণ করতে থাকে সিটি। কিন্তু শেষ পর্যন্ত জয়সূচক গোলের দেখা আর মেলেনি।
৩৬ ম্যাচে ৩০ জয় ও চার ড্রয়ে চ্যাম্পিয়ন সিটির পয়েন্ট ৯৪।
এবারের লিগে এখন পর্যন্ত ১০২ গোল করা সিটি এই নিয়ে দ্বিতীয় ম্যাচে গোল করতে ব্যর্থ হলো। ডিসেম্বরে ক্রিস্টাল প্যালেসের সঙ্গেও গোলশূন্য ড্র করেছিল ম্যানচেস্টারের ক্লাবটি।
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
-
টিভিতে আজ
-
পগবার ভাইকে দলে টানল মোহনবাগান
-
রেকর্ড ফিতে নাইজেরিয়ান ফরোয়ার্ডকে নিল ফরেস্ট
-
মেজর লিগ সকারের দলে ‘যোগ দিচ্ছেন’ বেল
-
'গোল যদি ১০টা দেওয়া যায়, দশটাই দিতে চাইব'
-
সাবিনাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে বললেন কোচ
-
বাফুফেতে কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- দৌড়েই পদ্মা সেতুতে উঠে পড়লেন তারা
- পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
- টোল দিয়ে পদ্মা সেতুর প্রথম যাত্রী শেখ হাসিনা
- রোববার থেকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল