হাডার্সফিল্ডের বিপক্ষে ম্যানসিটির হোঁচট

ট্রফি হাতে পাওয়ার দিনটাকে জয়ে রাঙাতে পারল না ম্যানচেস্টার সিটি। হাডার্সফিল্ড টাউনের মাঠে হোঁচট খেয়েছে আগেই চ্যাম্পিয়ন হয়ে যাওয়া পেপ গুয়ার্দিওলার দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2018, 02:28 PM
Updated : 6 May 2018, 06:05 PM

রোববার ইতিহাদ স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। নভেম্বরে হাডার্সফিল্ডের মাঠে প্রথমে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে সের্হিও আগুয়েরো ও রাহিম স্টার্লিংয়ের গোলে জয় পেয়েছিল গুয়ার্দিওলার দল।

ম্যাচ শেষে শিরোপা তুলে দেওয়া হয় পাঁচ ম্যাচ বাকি থাকতে চ্যাম্পিয়ন হওয়া ম্যানচেস্টার সিটির হাতে। 

এবার নিয়ে শেষ সাত মৌসুমে তৃতীয় এবং ইংলিশ ফুটবলে পঞ্চম লিগ শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি। ২০১৬ সালে দায়িত্ব নেওয়া পেপ গুয়ার্দিওরার অধীনে এটাই দলটির প্রথম লিগ শিরোপা।

বিরতির আগে দলকে এগিয়ে নেওয়ার দুটি সুযোগ পেয়েছিলেন কেভিন ডি ব্রুইনে। প্রথমবার কাছ থেকে লক্ষ্যভ্রষ্ট শট নেওয়ার পর হাডার্সফিল্ড গোলরক্ষকের কঠিন পরীক্ষা নেন বেলজিয়ামের এই ফরোয়ার্ড।

গোলের জন্য মরিয়া হয়ে শেষ দিকে একটানা আক্রমণ করতে থাকে সিটি। কিন্তু শেষ পর্যন্ত জয়সূচক গোলের দেখা আর মেলেনি।

৩৬ ম্যাচে ৩০ জয় ও চার ড্রয়ে চ্যাম্পিয়ন সিটির পয়েন্ট ৯৪।

এবারের লিগে এখন পর্যন্ত ১০২ গোল করা সিটি এই নিয়ে দ্বিতীয় ম্যাচে গোল করতে ব্যর্থ হলো। ডিসেম্বরে ক্রিস্টাল প্যালেসের সঙ্গেও গোলশূন্য ড্র করেছিল ম্যানচেস্টারের ক্লাবটি।