১০০ মিটারে রিলেতে ব্রোঞ্জ বাংলাদেশের

শ্রীলঙ্কার কলম্বোতে হওয়া দক্ষিণ এশিয়ান ‍জুনিয়র অ্যাথলেটিক্সের ১০০ মিটার রিলেতে ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2018, 07:24 PM
Updated : 5 May 2018, 08:41 PM

৪৯ দশমিক ৮২ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন বাংলাদেশের হয়ে অংশ নেওয়া সানিয়া, শিউলি, জান্নাতুল ও রুপা খাতুন। ৪৬ দশমিত ২৩ সেকেন্ড সময় নিয়ে এই ইভেন্টের সোনা জিতেছে স্বাগতিক শ্রীলঙ্কা।

৪০০ মিটারের হিটে ৫০ দশমিক ২৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হওয়া জহির রায়হান পদকের লড়াইয়ে নেমে দৌড় শেষ করতে পারেননি। ৩০০ মিটার অতিক্রম করার পর তিনি ট্র্যাকে পড়ে যান বলে সাংবাদিকদের জানিয়েছেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ খান চৌধূরী। এই ইভেন্টের মেয়েদের বিভাগে ১ মিনিট ০৩ দশমিক ২৪ সেকেন্ড সময় নিয়ে শিউলি খাতুন সপ্তম হয়েছেন।

মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে ১২ দশমিক ৮১ সেকেন্ড সময় নিয়ে ষষ্ঠ হয়েছেন ফিরোজা আক্তার রুপা। ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টের হিটে ১১ দশমিক ২০ সেকেন্ড সময় নেওয়া হাসান মিয়া পদকের লড়াইয়ে ১১ দশমিক ১৫ সেকেন্ড সময় নিয়ে ষষ্ঠ হয়েছেন।