‘ক্লাসিকোয়’ ফাইনালের প্রস্তুতি রিয়ালের

চলতি মৌসুমে লা লিগা শিরোপার নিষ্পত্তি হলেও ‘ক্লাসিকো’ ঠিকই উত্তাপ ছড়াবে বলে বিশ্বাস করেন জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদ কোচ মনে করেন, চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে কঠিন লড়াইয়ে দলের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভালো প্রস্তুতি হবে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2018, 04:11 PM
Updated : 5 May 2018, 04:11 PM

রোববার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ৩০ এপ্রিল দেপোর্তিভো লা করুনাকে হারিয়ে চার ম্যাচ হাতে রেখে লা লিগা শিরোপা পুনরুদ্ধার করে বার্সেলোনা। চ্যাম্পিয়ন হওয়ার পর ঘরের মাঠ কাম্প নউয়ে এটা কাতালান দলটির প্রথম ম্যাচ।

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের সামনে শুধু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সুযোগ রয়েছে। ফাইনালে ২৬ মে কিয়েভের অলিম্পিক স্টেডিয়ামে রিয়ালের প্রতিপক্ষ ইংলিশ ক্লাব লিভারপুল। আয়াক্স ও বায়ার্ন মিউনিখের পর মাত্র তৃতীয় দল হিসেবে টানা তিনবার ইউরোপের সেরা ক্লাব হওয়ার হাতছানি রোনালদো-রামোসদের সামনে।

লা লিগা শিরোপার নিষ্পত্তি হয়ে যাওয়ায় ক্লাসিকোর প্রকৃত উত্তাপ পাওয়া নিয়ে সন্দিহান অনেকেই। তবে তাদের সাথে মোটেও একমত নন জিদান। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদ কোচ বলেন, “ আপনাকে একটা কঠিন ম্যাচ খেলতে হবে। এভাবেই আমরা চেষ্টা করে যাব এবং ফাইনালের জন্য প্রস্তুত হব।”

“শিরোপা ইতোমধ্যে নির্ধারিত হওয়ায় ম্যাচটিকে ঘিরে একটু কম উত্তেজনা ও প্রত্যাশা রয়েছে। এটা স্বাভাবিক।”

“ম্যাচের আগে এটা এমন মনে হবে। কিন্তু যখন খেলা শুরু হবে, আমি মনে করি আপনি দেখবেন এটা অন্যগুলোর মতোই।”