দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও নিউ জিল্যান্ড।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফাকামাল স্টেডিয়ামে শুক্রবার প্রথম ম্যাচে ইতি আক্তারের হ্যাটট্রিকে প্রথমার্ধে ম্যাচেরনিয়ন্ত্রণ নেয় ময়মনসিংহ। দ্বিতীয়ার্ধে আরও তিন গোল করে বড় জয় তুলে নেয় তারা।
ময়মনসিংহের জয়ে সেলিমা আক্তার দুই গোলঅবদান রাখেন। এছাড়া সালমা, আনিয়া ও হাফসা একটি করে গোল করেন।
শুক্রবার দ্বিতীয় ম্যাচে রংপুর ও খুলনা২-২ ড্র করে। বৃষ্টি ও নাসরিনের গোলে এগিয়ে যায় রংপুর। দ্বিতীয়ার্ধে আকলিমার জোড়া গোলেসমতায় ফেরে খুলনা।