লিভারপুলে মুগ্ধ রিয়ালের ক্রুস

চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের খেলা দেখে মুগ্ধ রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার টনি ক্রুস। অপেক্ষায় আছেন ফাইনালে ইংলিশ ক্লাবটির মুখোমুখি হতে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2018, 11:11 AM
Updated : 4 May 2018, 11:11 AM

সেমি-ফাইনালের দুই লেগ মিলিয়ে বায়ার্ন মিউনিখকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। শেষ চারে রোমাকে ৭-৬ গোলে হারানো লিভারপুলের সঙ্গে ফাইনালে জিনেদিন জিদানের দলের দেখা হবে আগামী ২৬ মে।

এবার নিয়ে বায়ার্ন ও রিয়ালের হয়ে টানা সাতবার চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল খেললেন ক্রুস। ফাইনালে জিততে পারলে ক্যারিয়ারে চতুর্থবারের মতো এই শিরোপা জেতা হবে তার। তবে এর জন্য কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে ধারণা ২৮ বছর বয়সী এই জার্মান খেলোয়াড়ের।

“কিছু না করেই তারা ফাইনালে আসেনি। কোয়ার্টার-ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দলটা আমাকে বিস্মিত করেছে এবং খুব বেশি মুগ্ধ করেছে।”

দারুণ ছন্দে থাকা লিভারপুলের বিপক্ষে ফাইনাল নিয়ে ক্রুস বলেন, “আমরা এটার জন্য মুখিয়ে আছি। আমরা এটা জিততেই কিয়েভে যাব।”