লিভারপুলকে ভয় পাওয়া উচিত রিয়ালের: লোভরেন

টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার স্বপ্ন দেখতে থাকা রিয়াল মাদ্রিদকে সতর্ক করেছেন দেয়ান লোভরেন। লিভারপুলের এই ডিফেন্ডারের দাবি, রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে ভীত নয় তার দল। বরং বর্তমান চ্যাম্পিয়নদেরই উচিত কিয়েভের ফাইনালে তাদের ভয় পাওয়া।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2018, 10:48 AM
Updated : 4 May 2018, 10:48 AM

গত মৌসুমে ইউভেন্তুসকে হারিয়ে ১৯৯০ সালে এসি মিলানের পর প্রথম ক্লাব হিসেবে টানা দুইবার ইউরোপ সেরা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় জিনেদিন জিদানের দল।

তবে অতীত পরিসংখ্যানে ভয় পেতে রাজি নন লোভরান। রোমা ও ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ফাইনালে পৌঁছানোর আত্মবিশ্বাস কাজে লাগাতে চান ২৬ মে কিয়েভের অলিম্পিক স্টেডিয়ামে।

“তারা পুরোপুরি আত্মবিশ্বাসী। কিন্তু আমরা তাতে পরোয়া করি না। আমরা আমাদের কাজে মনোযোগ দিচ্ছি।”

“কেন আমরা তাকে ভয় পাব? তাদের উচিত আমাদের ভয় পাওয়া।”

কোচ ইয়ুর্গেন ক্লপের প্রশংসাও করেছেন এই ডিফেন্ডার। লোভরান বিশ্বাস করেন, মাঠের ভেতরে ও বাইরে লিভারপুলের জন্য অনেক ইতিবাচক পরিবর্তন এনেছেন ২০১৫ সালের অক্টোবরে অ্যানফিল্ডে আসা জার্মান এই কোচ।

“তিনি ক্লাবের অনেক কিছু বদলেছেন। শুধু খেলোয়াড় নয়, ক্লাব ঘিরে অনেক কিছু, মানুষ; তিনি মানসিকতা, কিভাবে আমরা ভাবি তা বদলে দিয়েছেন, সবকিছুই এখন বেশি ইতিবাচক।”

“এমনকি কোনো কোনো সময়ে যখন আমরা ভালো খেলি না, তিনি নেতিবাচক কিছু নয়, সবসময় ভালো কিছু খুঁজে বার করেন।”

“এটা আকস্মিক নয় যে তিনি এরই মধ্যে বরুসিয়া ডর্টমুন্ডকে নিয়ে ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছেছিলেন।”

“তিনি ক্লাবের গৌরব ফিরিয়ে এনেছেন। সবাই এটা উপলব্ধি করে। তার মতো একজন কোচ আছে দেখে সবার গর্বিত হওয়া উচিত।”