সৌদির আল-হিলাল ছাড়াও ইউরোপের একটি ক্লাব থেকে প্রস্তাব ছিল জানিয়ে মেসি বললেন, মানসিক শান্তির জন্য ইন্টার মিয়ামিকে বেছে নিয়েছেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, কমলাপুরের শহীদ সিপাহী বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথম ম্যাচে রিমা বিশ্বাসের একমাত্র গোলে রাজশাহী জেলাকে হারায় মাগুরা।
অপর ম্যাচে ঠাকুরগাঁকে ৩-১ গোলে হারায় টাঙ্গাইল। জয়ী দলের রত্না দুটি ও শাহেদা একটি করে গোল করেন। ঠাকুরগাঁওয়ের একমাত্র গোলদাতা কল্পনা।