দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও নিউ জিল্যান্ড।
বাংলাদেশফুটবল ফেডারেশন বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, কমলাপুরের শহীদ সিপাহী বীরশ্রেষ্ঠমোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথম ম্যাচে রিমা বিশ্বাসের একমাত্র গোলে রাজশাহী জেলাকেহারায় মাগুরা।
অপর ম্যাচেঠাকুরগাঁকে ৩-১ গোলে হারায় টাঙ্গাইল। জয়ী দলের রত্না দুটি ও শাহেদা একটি করে গোল করেন।ঠাকুরগাঁওয়ের একমাত্র গোলদাতা কল্পনা।