
আবাহনীর টানা দ্বিতীয় জয়
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 May 2018 07:41 PM BdST Updated: 03 May 2018 08:45 PM BdST
ভিক্টোরিয়া এসসিকে হারিয়ে প্রিমিয়ার বিভাগ হকি লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে আবাহনী লিমিটেড।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বৃহস্পতিবার ভিক্টোরিয়াকে ৮-০ গোলে হারায় আবাহনী।
নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশকে ১০-০ গোলে হারিয়েছিল মাহবুব হারুনের দল।
শুরু থেকে আক্রমণাত্মক খেলা আবাহনী ষোড়শ মিনিটে এগিয়ে যায়। মেহেদী হাসানের বাড়ানো বল নিখুঁত রিভার্স হিটে লক্ষ্যে পৌঁছে দেন মোহাম্মদ মহসিন।

৩৪তম মিনিটে আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করলে ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী। দ্বিতীয়ার্ধে ভিক্টোরিয়াকে চাপে রেখে আরও চার গোল তুলে নেয় দলটি।
দ্বিতীয়ার্ধের শুরুতে কৃষ্ণ কুমার ব্যবধান বাড়ানোর পর ৫০তম মিনিটে আরশাদ হোসেনের ফিল্ড গোলে স্কোরলাইন ৬-০ করে নেয় আবাহনী। এরপর সারোয়ার হোসেন ও মহসিন গোলরক্ষককে পরাস্ত করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মাহবুব হারুনের দল।
বৃহস্পতিবার প্রথম ম্যাচে সোনালী ব্যাংক এসসি ৩-১ গোলে সাধারণ বীমাকে হারায়। জয়ী দলের প্রমোদ দেওয়ান, রাজীব দাস ও প্রসেনজিৎ রায় একটি করে গোল করেন।
তৃতীয় ম্যাচে আজাদ এসসিকে ২-১ গোলে হারায় বাংলাদেশ এসসি।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- গাজীপুরের এডিসি শফিউল্লাহ মারা গেছেন
- বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্স বন্ধের নির্দেশনা
- এত বড় ‘নো’ বল!
- রাখাইনে গণহত্যার অভিযোগ অস্বীকার সু চির
- মিঠুনকে ছাপিয়ে ইমরুল-ওয়ালটন
- বিপিএলের পারিশ্রমিক নিয়ে আক্ষেপ মুশফিকের
- গ্রাহকের ৫ কোটি টাকা মেরে প্রেমিকাকে সোয়া ২ কোটি দেন ব্যাংকার: দুদক
- খালেদার মেডিকেল রিপোর্ট গেল আদালতে, ফখরুলের সন্দেহ
- বার্সার বিপক্ষে হেরে ইন্টারের বিদায়
- ঢাকায় বাসার পাশে মাটিতে পোঁতা চীনা নাগরিকের লাশ