চ্যাম্পিয়ন্স লিগে গোল করায় সালাহ-ফিরমিনো-মানের রেকর্ড

ক্রিস্তিয়ানো রোনালদো, করিম বেনজেমা ও গ্যারেথ বেলকে টপকে চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়েছেন লিভারপুলের মোহামেদ সালাহ, রবের্তো ফিরমিনো ও সাদিও মানে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2018, 09:46 AM
Updated : 3 May 2018, 09:46 AM

ইউরোপ সেরা প্রতিযোগিতার এবারের আসরে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির দারুণ পথ চলায় বড় অবদান রেখে চলছেন আক্রমণভাগের এই তিন খেলোয়াড়।

বুধবার রাতে রোমের অলিম্পিক স্টেডিয়ামে সেমি-ফাইনালের ফিরতি পর্বে ৪-২ গোলে হারলেও দুই লেগ মিলিয়ে ৭-৬ ব্যবধানে এগিয়ে ফাইনালে ওঠে লিভারপুল। গত সপ্তাহে নিজেদের মাঠে ৫-২ গোলে জিতেছিল ইয়ুর্গেন ক্লপের দল।

   রোমার মাঠে একটি গোল পাওয়ায় চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে সব মিলিয়ে মানের গোল দাঁড়ায় ৯টি। ১০টি করে গোল সালাহ ও ফিরমিনোর। এই তিন সতীর্থর মোট গোল ২৯টি। এই পরিমান গোল নিয়ে তারা ছাড়িয়ে গেলেন ২০১৩-১৪ মৌসুমে ২৮ গোল করা রিয়াল মাদ্রিদের ‘বিবিসি’ খ্যাত আক্রমণভাগের তিন খেলোয়াড় রোনালদো, বেনজেমা ও বেলকে।