মালদ্বীপে বড় হার আবাহনীর

পিছিয়ে পড়ার পর সমতায় ফিরলেও পরে ছন্দ ধরে রাখতে পারেনি আবাহনী লিমিটেড। এএফসি কাপের গ্রুপ পর্বের ফিরতি লেগে মালদ্বীপের দল নিউ রেডিয়েন্টের কাছে উড়ে গেছে বাংলাদেশের লিগ চ্যাম্পিয়নরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2018, 01:12 PM
Updated : 2 May 2018, 01:12 PM

আলি ফাসিরের হ্যাটট্রিকে বুধবার ফিরতি লেগে নিউ রেডিয়েন্টের কাছে ৫-১ ব্যবধানে হারে আবাহনী। প্রথম লেগে নিজেদের মাঠ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১-০ গোলে হেরেছিল সাইফুল বারী টিটুর দল।
 
মালের ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের দ্বাদশ মিনিটে এমেকা ডারলিংটনের বাড়ানো বলে ইমন বাবুর নেওয়া হেড লক্ষ্যভ্রষ্ট হলে এগিয়ে যাওয়া হয়নি আবাহনীর।
 
১৯তম মিনিটে স্পট কিক থেকে নিউ রেডিয়েন্টকে এগিয়ে নেন ফাসির। ডি-বক্সের মধ্যে এলিসন উডোকা মোহাম্মদ উমায়েরকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। প্রথম লেগেও নিউ রেডিয়েন্টের জয়ে একমাত্র গোল করেছিলেন ফাসির।
 
৩৩তম মিনিটে আলি আশফাকের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে ব্যবধান দ্বিগুণ হয়নি। প্রথমার্ধের শেষ দিকে সাদ উদ্দিনের বাড়ানো ক্রসে সেইয়া কোজিমার শট লক্ষ্যভ্রষ্ট হলে সমতায় ফেরা হয়নি আবাহনীরও।
 
দ্বিতীয়ার্ধের শুরুতেই পাওয়া সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে ফেরে আবাহনী। সাদের বাড়ানো বল ডান পায়ের শটে জালে জড়িয়ে দেন জাপানি মিডফিল্ডার কোজিমা।
 
আবাহনীর সমতায় ফেরার স্বস্তি ৫১তম মিনিটে কেড়ে নেয় নিউ রেডিয়েন্ট। উমায়েরের থ্রু পাস ধরে গোলরক্ষককে পরাস্ত করেন ফাসির। পাঁচ মিনিট পর আশফাকের তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগিয়ে হ্যাটট্রিক পূরণ করেন তিনি।
 
৫৮তম মিনিটে আশফাকের ডান পায়ের শট ঠিকানা খুঁজে পেলে ব্যবধান আরও বাড়ে। 
 
৭১তম মিনিটে ওয়ালী ফয়সালের কর্নারে নাবীব নেওয়াজ জীবনের হেড লক্ষ্যভ্রষ্ট হলে ব্যবধান কমাতে পারেনি আবাহনী। আশফাকের ৮৮তম মিনিটের গোলে আবাহনী বড় হার নিয়ে মাঠ ছাড়ে।
 
৫ ম্যাচে ১২ পয়েন্ট নিউ রেডিয়েন্টের। আবাহনীর পয়েন্ট ৪। গ্রুপ নিজেদের শেষ ম্যাচে আগামী ১৬ মে নিজেদের মাঠে ফিরতি লেগে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে টিটুর দল।