‘রিয়ালকে গোল উপহার দিয়ে হার’

চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে রিয়াল মাদ্রিদের চেয়ে বায়ার্ন মিউনিখ ভালো খেলেছে বলে মনে করেন দলটির ডিফেন্ডার মাটস হুমেলস। দুই লেগেই প্রতিপক্ষকে সহজ গোল উপহার দেওয়ায় ফাইনালে ওঠা হয়নি বলে মনে করেন তিনি, যার সাথে একমত সতীর্থ নিকলাস জুলেও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2018, 10:30 AM
Updated : 2 May 2018, 10:30 AM

মঙ্গলবার সান্তিয়াগো বের্নাবেউয়ে দ্বিতীয় লেগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। প্রথম লেগে বায়ার্নের মাঠে ২-১ গোলের জয় পায় জিনেদিন জিদানের দল। দুই লেগ মিলিয়ে ৪-৩ অগ্রগামিতায় টানা তৃতীয়বার ফাইনালে পা রাখে বর্তমান চ্যাম্পিয়নরা।

দাপটের সাথে খেললেও বিরতির পর স্ভেন উলরাইশের মারাত্মক ভুলে পিছিয়ে পড়ে জার্মান চ্যাম্পিয়নরা। ব্যাকপাস ঠেকাতে গিয়ে তালগোল পাকান বায়ার্ন গোলরক্ষক। সেই সুযোগে রিয়ালকে এগিয়ে নেন করিম বেনজেমা।

যথেষ্ট ভালো খেলেও বাদ পড়ার পর হুমেলস বলেন, “সব মিলিয়ে আমরা শ্রেয়তর ছিলাম এবং সুযোগ কাজে লাগাতে পারিনি। কিন্তু আমরা রিয়ালকে দুই ম্যাচেই একটি করে গোল উপহার দিয়েছি। এই পর্যায়ে এটা অনেক ক্ষতির।”

“এটা আমাদের কিছুই এনে দেয়নি।...আমরা দারুণ লড়েছি, কিন্তু শেষ পর্যন্ত আমাদের জন্য কিছু না পেয়েই ফিরেছি।”

আরেক বায়ার্ন ডিফেন্ডার নিকলাস জুলে মনে করেন আরও বেশি প্রাপ্য ছিল তাদের।

“আমাদের অনেক সুযোগ ছিল। আমার মতে আমরা দুটি পেনাল্টি পেতে পারতাম।”

“এটা খুব হতাশার যে আমরা ছিটকে গেছি। বিশেষ করে যখন দুই লেগেই আমরা শ্রেয়তর দল ছিলাম। আমরা সবাই খুব হতাশ।”