‘নেইমারকে দলে টানা রিয়ালের জন্য অসম্ভব’

অনেক দিন ধরেই সংবাদ মাধ্যমে গুঞ্জন, চলতি মৌসুম শেষে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমাতে পারেন নেইমার। তবে বিষয়টাকে অসম্ভব হিসেবে দেখছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2018, 05:05 PM
Updated : 1 May 2018, 05:05 PM

গত অগাস্টে বিশ্ব রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখান নেইমার। তবে বার্সেলোনার চির প্রতিদ্বন্দ্বী রিয়ালের সঙ্গে ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ডের যোগাযোগ নিয়ে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ পায়।

ফেব্রুয়ারিতে মার্সেইয়ের বিপক্ষে লিগ ওয়ানে দলের ৩-০ গোলে জেতা ম্যাচে চোটে পড়েন নেইমার। ভেঙে যায় তার পায়ের পাতার পঞ্চম মেটাটারসাল। ব্রাজিলে অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন জাতীয় দলের অধিনায়ক। পিএসজির হয়ে চলতি মৌসুমে তার মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে। তবে বিশ্বকাপের আগে দ্রুত সেরে ওঠার চেষ্টা করছেন ২৬ বছর বয়সী এই খেলোয়াড়। 

স্প্যানিশ রেডিও কাদেনা সেরকে বার্সেলোনা ও রিয়ালের সাবেক খেলোয়াড় রোনালদো বলেন, “আমি নেইমার ও রিয়াল মাদ্রিদ সম্পর্কে অনেক শুনেছি। তবে আমি মনে করি, তাকে চুক্তিবদ্ধ করাটা খুবই কঠিন হবে।”

“পিএসজি তার জন্য অনেক অর্থ খরচ করেছে। আমি মনে করি, নেইমারকে দলে টানাটা রিয়াল মাদ্রিদের জন্য খুবই কঠিন একটা ব্যাপার।”

“ঠিক এই মুহূর্তে, আমি মনে করি এটা অসম্ভব। কয়েক বছর পরেও সে সম্ভবত তরুণই থাকবে। তবে এখন আমি এটাকে অসম্ভব বলেই মনে করি।”

“আমি মনে করি, সে ভালো করছে এবং প্যারিস তার মনে ধরেছে। সে একটা পরিবর্তন চেয়েছিল।”