‘মেসির মতোই ভয়ঙ্কর সালাহ’

রোমার গোলরক্ষক আলিসনের মতে, লিভারপুলের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা মোহামেদ সালাহ বার্সেলোনা তারকা লিওনেল মেসির মতোই ভয়ঙ্কর। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2018, 02:12 PM
Updated : 1 May 2018, 02:12 PM

এবারের মৌসুমটা দারুণ কাটছে গত গ্রীষ্মে ৩ কোটি ৪০ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে রোমা থেকে লিভারপুলে নাম লেখানো সালাহর। ইংলিশ প্রিমিয়ার লিগে ৩১ গোলসহ সব ধরনের প্রতিযোগিতায় এখন পর্যন্ত করেছেন ৪৩ গোল। পেয়েছেন ব্যক্তিগত স্বীকৃতি। খেলোয়াড় ও সাংবাদিকদের ভোটে এবারের মৌসুমে ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার সালাহ। মিশরের এই খেলোয়াড়কে এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়েও অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবা হচ্ছে।

বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের ফিরতি লেগে রোমার মাঠে খেলতে নামবে লিভারপুল। গত মঙ্গলবার অ্যানফিল্ডে প্রথম লেগে দলের ৫-২ ব্যবধানের জয়ে নিজের সাবেক ক্লাবের বিপক্ষে জোড়া গোল করেছিলেন সালাহ।

বার্সেলোনার মেসির মতো ২৫ বছর বয়সী সালাহকেও হুমকি হিসেবে দেখছেন আলিসন। 

“এটা কঠিন। তার মধ্যে সহজাত প্রতিভা আছে। তার নিজের প্রতি এখন অবিশ্বাস্য রকম আস্থা আছে। তবে দল হিসেবে খেলে আমরা তাকে থামাতে পারব।”

“আমি যাদের বিপক্ষে খেলেছি এর মধ্যে মেসিই সবচেয়ে শক্তিশালী খেলোয়াড়। তার মতোই ভয়ঙ্কর মোমো (সালাহ)।”

এবারের ব্যালন ডি’অরের মঞ্চেও সালাহকে দেখা যেতে পারে বলে বিশ্বাস আলিসনের।

“মৌসুমটা যেভাবে পার করছে তাতে সে ব্যালন ডি’অর জেতার লড়াইয়ে ঢুকে যেতে পারে। সে কম করে হলেও শীর্ষ তিনে জায়গা পেয়ে যেতে পারে।”