শিরোপা জয়ের পর আপ্লুত ইনিয়েস্তা

বার্সেলোনার হয়ে ক্যারিয়ারের শেষ শিরোপা জয়ের স্মৃতি অমলিন রাখতে চান আবেগে আপ্লুত আন্দ্রেস ইনিয়েস্তা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2018, 02:32 PM
Updated : 30 April 2018, 02:32 PM

গত শুক্রবার মৌসুম শেষে বার্সেলোনার সাথে বাইশ বছরের সম্পর্কের ইতি টানার ঘোষণা দেন স্প্যানিশ এই মিডফিল্ডার। যদিও এখনও ভবিষ্যৎ গন্তব্য জানাননি।

রোববার লিওনেল মেসির হ্যাটট্রিকে দেপোর্তিভো লা করুনাকে ৪-২ গোলে হারিয়ে চলতি মৌসুমের লা লিগা শিরোপা জেতে বার্সেলোনা। এতে বিদায়ী মৌসুমে ঘরোয়া ডাবল জয় নিশ্চিত হয় ইনিয়েস্তার। স্পেন জাতীয় দল ও কাতালান দলটির হয়ে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগসহ ৩৫টি বড় শিরোপা জিতেছেন তিনি।

দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ম্যাচের পর ইনিয়েস্তা বলেন, “আমি আমার ও ক্লাবের জন্য সবচেয়ে সঠিক সিদ্ধান্তটাই নিয়েছি।”

“আমি ভালো অনুভূতি নিয়ে বিদায় নিতে চাই। তারপর বিশ্বকাপে যাব।”

“এটা যদি কোনো দিন শেষ না হতো।... কিন্তু সবকিছুর শুরু এবং শেষ আছে।”

রোববার ঘরের মাঠে বার্সেলোনার কাছে হারে লা লিগা থেকে অবনমন নিশ্চিত হয় দেপোর্তিভো লা করুনার। ৮৭তম মিনিটে বদলি হিসেবে নামেন আন্দ্রেস ইনিয়েস্তা। দেপোর্তিভোর বিপর্যয় সত্ত্বেও গ্যালারিতে স্বাগতিক দর্শকরা উঠে দাঁড়িয়ে সম্মান জানায় ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডারকে ।

“একজন ব্যক্তি ও একজন খেলোয়াড় হিসেবে এগুলো সত্যি ভাষায় প্রকাশ করতে না পারার মতো এক অনুভূতি।”

“মানুষের কাছ থেকে আপনি যখন এত ভালোবাসা পাবেন তা প্রকাশের কোনো ভাষা থাকে না। ... চিরকাল মানুষের কাছে কৃতজ্ঞ থাকব।”