‘মেসিদের আকাঙ্ক্ষার ফল শিরোপা জয়’

লা লিগার শিরোপা জয়ের জন্য শিষ্যদের প্রবল আকাঙ্ক্ষার প্রশংসা করছেন বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভেরদে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2018, 08:42 AM
Updated : 30 April 2018, 08:42 AM

লিওনেল মেসির হ্যাটট্রিকে দেপোর্তিভো লা করুনাকে ৪-২ গোলে হারিয়ে শেষ দশ মৌসুমে স্পেনের শীর্ষ লিগের সপ্তম শিরোপা ঘরে তোলে কাতালান দলটি। লিগে এখনও চার ম্যাচ বাকি রয়েছে বার্সেলোনার। নিজের প্রথম মৌসুমেই ঘরোয়া ডাবল জেতা ভালভেরদে মনে করেন খেলোয়াড়দের স্পৃহাই সাফল্যের মূল কারণ।

“একবার জিতেছিলাম এমন মুহূর্ত আমাদের সবার আছে। কঠিনটা হলো একাধিকবার জয়। এজন্য আপনাকে আবার নিজেকে ক্রিয়াশীল করতে হবে।”

এই মৌসুমে লিগে এখনও অপরাজিত বার্সেলোনা। তবে দেপোর্তিভো লা করুনার মাঠে জয় সহজ হয়নি। প্রথমার্ধেই বার্সেলোনা দুই গোলে এগিয়ে গেলেও বিরতির পর সমতা ফেরায় দেপোর্তিভো। শেষদিকে তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে জয় ও শিরোপা নিশ্চিত করেন মেসি। শেষ পর্যন্ত শিরোপা নিশ্চিত করতে পেরে স্বস্তিতে ভালভেরদে। বলেছেন, তার দল এই সাফল্যের যোগ্য দাবিদার ছিল।

“যখন পুরো মৌসুম জুড়ে আপনি ছুটবেন, তখন আপনি বলবেন, 'অবশেষে'। শেষ পর্যন্ত লা লিগা অনেক লম্বা।”

“সবকিছুর মধ্য দিয়ে আমাদের যেতে হয়। আমরা শুরু থেকেই এর জন্য ছুটছিলাম। অবশেষে একটা নির্দিষ্ট ব্যবধান রেখে ভালোভাবে আমরা পৌঁছেছি এবং আমি মনে করি আমরাই সবচেয়ে ভালো করেছি।”

ভালভেরদে বিশ্বাস করেন লা লিগার শিরোপা জয় করাটা সবচেয়ে কঠিন।

“এটা সবচেয়ে কঠিন মনে হয়, কারণ কাপে বা নক আউটভিত্তিক প্রতিযোগিতায় একটা খারাপ দিনই আপনাকে ছিটকে দিতে পারে। কিন্তু লিগে আপনার ধারাবাহিক থাকতে হবে।”