জয়ের লক্ষ্য নিয়েই মালদ্বীপ যাচ্ছে আবাহনী

কাগজে-কলমে যা একটু টিকে আছে আবাহনী লিমিটেডের এএফসির কাপের গ্রুপ পর্ব পেরুনোর আশা। মালদ্বীপের দল নিউ রেডিয়েন্টের বিপক্ষে জয় দিয়ে সেই ক্ষীণ আশা টিকিয়ে রাখার লক্ষ্য আবাহনী কোচ সাইফুল বারী টিটুর।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2018, 02:50 PM
Updated : 29 April 2018, 02:50 PM

আগামী বুধবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় মালের ন্যাশনাল স্টেডিয়ামে এএফসি কাপের ‘ই’ গ্রুপের ফিরতি লেগের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। প্রথম লেগে নিজেদের মাঠে নিউ রেডিয়েন্টের কাছে ১-০ গোলে হেরেছিল আবাহনী।

এ মুহূর্তে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে আছে নিউ রেডিয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে নিয়ে দ্বিতীয় বেঙ্গালুরু এফসি। আবাহনীর পয়েন্ট ৪। গ্রুপের চতুর্থ দল আইজল এফসির পয়েন্ট ১।

সমীকরণ মেলা কঠিন হলেও টিটু আশা ছাড়ছেন না। ইতিবাচক মানসিকতা নিয়ে আগামী সোমবার মালদ্বীপের পথে রওনা দেবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন তিনি।

“আমাদের লক্ষ্য ভালোভাবে টুর্নামেন্ট শেষ করা। যেহেতু আমাদের পরের রাউন্ডে যাওয়া কঠিন, বলতে গেলে নাই বললেই চলে। তারপরও সামনের ম্যাচগুলোতে সর্বোচ্চটুকু পাওয়ার আশা করছি। মানে জয়ই আশা করছি।”

“নিজেদের মাঠে আমরা আইজলকে হারাতে পারিনি। কিন্তু তাদের মাঠে জিতেছিলাম। রেডিয়েন্টের কাছেও আমরা নিজেদের মাঠে হেরেছি। কিন্তু ফিরতি লেগে তাদের মাঠে ইতিবাচক কিছু পাওয়ার আশা আছে।”

নির্ভরযোগ্য ডিফেন্ডার নাসিরউদ্দিন চৌধূরী ও গোলরক্ষক শহীদুল আলম সোহেলের চোট সমস্যা দুর্ভাবনায় ফেলেছে টিটুকে। তবে নতুনদের নিয়েও আশাবাদী কোচ।

“নাসির ও সোহেল অনুশীলন করছে না। তবে ওরা টিমের সঙ্গে যাবে, দেখা যাক খেলতে পারে না। তবে যারা নতুন সুযোগ পাবে, তাদেরও সুযোগ থাকবে মেলে ধরার।”

“ওরা শেষ ম্যাচে বেঙ্গালুরুকে হারিয়েছে, তো ওদের বিপক্ষে ভালো কিছু পেতে হলে আমাদের কঠিন লড়াই করতে হবে। আইজল দলটা ভালো… তাদেরকে কিন্তু আমরা তাদের মাঠেই হারিয়েছিলাম। দেখা যাক, ছেলেরা এবার কতটা পারে।”