বিশ্বকাপের আগেই 'ফেরার পথে' নেইমার

অস্ত্রোপচারের পর রাশিয়া বিশ্বকাপের আগে পুরো ফিটনেস ফিরে পাওয়ার চেষ্টায় নেইমার সঠিক পথেই আছেন বলে জানালেন ব্রাজিল দলের ডাক্তার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2018, 03:18 PM
Updated : 28 April 2018, 03:18 PM

চোটের কারণে পিএসজির হয়ে এবারের মৌসুমের পুরোটা খেলতে পারছেন না নেইমার। ফেব্রুয়ারিতে লিগ ওয়ানে মার্সেইয়ের বিপক্ষে দলের ৩-০ গোলে জেতা ম্যাচে তার পাতার পঞ্চম মেটাটারসাল ভেঙে যায়। গত ৩ মার্চ ব্রাজিলের সাওপাওলোর এক হাসপাতালে অস্ত্রোপচারের পর থেকে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন এই ফরোয়ার্ড।

অনেকের ধারণা ছিল, চোটের কারণে হয়তো ব্রাজিলের হয়ে এবারের বিশ্বকাপ খেলা হবে না নেইমারের। তবে বেশ দ্রুতই সেরে ওঠার আভাস দিচ্ছেন ২৬ বছর বয়সী এই খেলোয়াড়। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার গত সপ্তাহে জানান, অনুশীলনে ফিরতে মে মাসের ১৭ তারিখকে লক্ষ্য হিসেবে ধরেছেন তিনি। এর ঠিক একমাস পরই রোস্তভে বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে তার দল।

বর্তমান ব্রাজিলের সবচেয়ে বড় তারকার চোট কাটিয়ে ওঠার অগ্রগতিতে খুশি দলটির ডাক্তার রদ্রিগো লাসমার। 

“নেইমার কঠোর পরিশ্রম করছে। ভালোভাবে তার সুস্থ হয়ে ওঠাটা আমরা প্রত্যাশা করছি, যাতে করে সে বিশ্বকাপের জন্য চমৎকার একটা প্রস্তুতি নিতে পারে।”

“পুনর্বাসন প্রক্রিয়ায় সম্ভাব্য সর্বোত্তম উপায়েই সে চোট কাটিয়ে উঠছে।”

“চোট কাটিয়ে উঠতে থাকা একজন খেলোয়াড়ের শারীরিক অবস্থার উন্নতি করতে হবে আমাদের। কারণ এটা সম্ভবত নিম্ন পর্যায়ে আছে।”

রাশিয়া বিশ্বকাপে ‘ই’ গ্রুপে সুইজারল্যান্ড ছাড়াও ব্রাজিলের অপর দুই প্রতিপক্ষ কোস্টা রিকা ও সার্বিয়া।