পিএসজি ছাড়ছেন এমেরি

চলতি মৌসুম শেষে পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন কোচ উনাই এমেরি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2018, 12:32 PM
Updated : 27 April 2018, 02:06 PM

চলতি মাসেই স্প্যানিশ এই কোচের অধীনে লিগ ওয়ান শিরোপা পুনরুদ্ধার করে প্যারিসের ক্লাবটি। মৌসুম শেষে ক্লাবটির সঙ্গে তার চুক্তিও শেষ হবে।
 
দুই বছরের চুক্তিতে ২০১৬ সালের জুনে পিএসজিতে নাম লেখানো এমেরি শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, “আমি খেলোয়াড়দের বলেছি, আমি ক্লাব ছাড়ছি।”
 
“এই দুই মৌসুমের জন্য সভাপতি নাসের আল খেলাইফি, ক্রীড়া বিষয়ক পরিচালক আন্তেরো হেনরিক, সমর্থক ও সব খেলোয়াড়দের ধন্যবাদ।”
 
এমেরির জায়গায় বরুশিয়া ডর্টমুন্ডের কোচ টমাস টুখেলের আসার জোরালো সম্ভাবনা রয়েছে বলে সংবাদ মাধ্যমে বলা হয়েছে।
 
এমেরির অধীনে প্রথম মৌসুমে গতবার দ্বিতীয় স্থানে থেকে লিগ ওয়ান শেষ করেছিল পিএসজি। তবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে বার্সেলোনার কাছে তাদের হারটা ছিল বড় বেমানান। নিজেদের মাঠে প্রথম লেগে ৪-০ গোলে জিতলেও কাম্প নউয়ে ফিরতি লেগে ৬-১ গোলে হেরে বসে এমেরির দল।
  
এবারের মৌসুমে নেইমার ও কিলিয়ান এমবাপেকে দলে টেনে আক্রমণভাগে শক্তি বাড়ায় পিএসজি। ১৫ এপ্রিল গতবারের চ্যাম্পিয়ন মোনাকোকে ৭-১ গোলে উড়িয়ে ফ্রান্সের শীর্ষ লিগে গত ছয় মৌসুমে পঞ্চম শিরোপা ঘরে তুলে দলটি।
 
কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে এবারও পিএসজি পার হতে পারেনি শেষ ষোলোর বাধা। দুই লেগ মিলিয়ে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের কাছে ৫-২ গোলে হারে তারা। এই ব্যর্থতার পর থেকেই মৌসুম শেষে পিএসজি এমেরিকে ছেড়ে দিতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছিল।