তুর্কমেনিস্তানের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

দ্বিতীয়বারের মতো এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা হলো না বাংলাদেশের। প্রথম সেট জেতার পর তুর্কমেনিস্তানের কাছে পরের তিন সেট হেরে রানার্সআপ হয়েছে স্বাগতিকরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2018, 12:25 PM
Updated : 27 April 2018, 01:49 PM

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুক্রবার ফাইনালে ৩-১ সেটে হারে বাংলাদেশে।
 
দলকে সমর্থন জোগাতে গ্যালারি ছিল সমর্থকে ভরা। প্রথম সেটে তাদের হতাশ করেননি হরসিত-আতিকুররা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রথম সেট তারা জিতে ২৬-২৪ ব্যবধানে।
 

দ্বিতীয় সেটে মোটামুটি লড়েছিল বাংলাদেশ। ব্লকিং ভালো না হওয়ায় শেষ পর্যন্ত ২৫-২০ ব্যবধানে হেরে যায়। তৃতীয় সেটেও ছন্দে ফিরে আসেনি। ২৫-২১ ব্যবধানে হেরে ২-১ সেটে পিছিয়ে পড়ে আলি পোর আরোজির দল।
তৃতীয় সেটে দলের শরীরী ভাষায় ছিল না লড়াইয়ের মনোভাব। শেষ পর্যন্ত ২৫-১৭ ব্যবধানে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভাঙে।
২০১৬ সালে কিরগিজস্তানকে হারিয়ে এই আসরে প্রথম শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ।

শুরুতে এগিয়ে যাওয়ার পর হারে হতাশ অধিনায়ক হরসিত বিশ্বাস জানালেন, ব্লকিং ভালো না হওয়ার কারণে হারতে হয়েছে তাদের।

“ওরা ডিফেন্সে ভাল ছিল; রিসিভেও ভাল ছিল। আমরা ব্লকিংটা ভালোভাবে করতে পারিনি। আমাদের দুর্বলতা ছিল। আমরা চেষ্টা করছি ভাল খেলার জন্য;কিন্তু পারিনি।”

“আসলে তুর্কমেনিস্তান অনেক ভাল টিম। তারা অভিজ্ঞতায় আমাদের চেয়ে অনেক এগিয়ে। বলতে পারেন, অভিজ্ঞতার কাছে আমরা হেরেছি। আমাদেরও যদি ওদের মতো অভিজ্ঞতা থাকত, তাহলে আরও ভাল করতে পারতাম। এই টুর্নামেন্টের আগে আমরা কম প্রস্তুতি ম্যাচ খেলেছি।”