যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনে বিরোধীদের জন্য ট্রাম্পের সতর্কবার্তা

কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের স্বাগতিক হতে চাওয়া যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিরোধিতা না করতে ফিফার সদস্য রাষ্ট্রগুলোকে সতর্ক করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2018, 10:28 AM
Updated : 27 April 2018, 10:28 AM

বিশ্বকাপ আয়োজনে যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোর প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়বে আফ্রিকার দেশ মরক্কো। এ ব্যাপারে ১৩ জুন মস্কোয় সিদ্ধান্ত নেবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

এর আগে ১৯৯৪ সালে এককভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রে আবারও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই আসর আয়োজনের ব্যাপারে আশাবাদী ট্রাম্প এক টুইটে বিরোধিতাকারীদের জন্য প্রচ্ছন্ন হুমকিই দিয়ে রাখলেন।

“আমরা যে দেশগুলোকে সব সময় সমর্থন করি তারা যদি যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিপক্ষে লড়ে তাহলে এটা হবে লজ্জাজনক।”

“এই দেশগুলোকে কেন আমরা সমর্থন করবো যখন তারা আমাদের সমর্থন করে না।”