আতলেতিকোয় ভবিষ্যৎ নিয়ে আলোচনায় গ্রিজমান

বার্সেলোনায় যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জনের মধ্যেই ভবিষ্যৎ নিয়ে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে আলোচনা করছেন দলটির তারকা ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2018, 09:10 AM
Updated : 27 April 2018, 09:10 AM

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুয়ায়ী, নেইমারের বিদায়ের পর থেকেই ২৭ বছর বয়সী গ্রিজমানকে দলে টানার চেষ্টা করছে বার্সেলোনা। গত বছর আতলেতিকো মাদ্রিদে চুক্তির মেয়াদ এক বছর বাড়ান গ্রিজমান। নতুন চুক্তি অনুযায়ী ২০২২ সাল পর্যন্ত মাদ্রিদে থাকার কথা এই ফরোয়ার্ডের।

বৃহস্পতিবার ইউরোপা লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে আর্সেনালের মাঠে ১-১ গোলে ড্র করে আতলেতিকো মাদ্রিদ। দলকে মূল্যবান একটি অ্যাওয়ে গোল ও ১ পয়েন্ট এনে দেন গ্রিজমান। ম্যাচের পর স্প্যানিশ একটি রেডিওকে তিনি বলেন, “আমি আতলেতিকোতে থাকছি কিনা আমি জানি না। আমরা দেখব। কি করা যায় সে ব্যাপারে আমরা ক্লাবের সাথে কথা বলছি।”

২০১৪ সালে রিয়াল সোসিয়েদাদ থেকে আতলেতিকোয় নাম লেখানোর পর থেকেই মাদ্রিদের ক্লাবটিতে আক্রমণভাগের নেতৃত্ব দিচ্ছেন ফরাসি এই ফরোয়ার্ড। চলতি মৌসুমে ক্লাবের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় সর্বোচ্চ ২৫ গোল করার পাশাপাশি অবদান রেখেছেন ১১টি গোলে।