রিয়ালের মাঠে আগ্রাসী বায়ার্নকে চান মুলার

রিয়াল মাদ্রিদের মাঠে ঘুরে দাঁড়াতে সতীর্থদের মধ্যে আগ্রাসী মনোভাব চান বায়ার্ন মিউনিখের জার্মান ফরোয়ার্ড টমাস মুলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2018, 03:08 PM
Updated : 26 April 2018, 03:08 PM

বুধবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে রিয়ালের বিপক্ষে জসুয়া কিমিচের গোলে প্রথমে এগিয়ে গেলেও ব্যবধানটা ধরে রাখতে পারেনি বায়ার্ন। মার্সেলো ও মার্কো আসেনসিওর গোলে ২-১ ব্যবধানে জিতে জিনেদিন জিদানের দল। এ নিয়ে ইউরোপ সেরা প্রতিযোগিতায় স্পেনের সবচেয়ে সফল দলটির কাছে টানা পাঁচবার হারল বায়ার্ন।

হারলেও বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকার পাশাপাশি গোলের অনেক সুযোগ পেয়েছিল বায়ার্ন। এসব সুযোগ কাজে লাগাতে পারলে প্রথম লেগে ইয়ুপ হাইনকেসের দলের গল্পটা অন্যরকম হতে পারতো। সুযোগ পেয়ে রিয়ালের জালে বল জড়াতে ব্যর্থ হন দলটির আক্রমণভাগের অন্যতম সেরা দুই খেলোয়াড় মুলার ও লেভানদোভস্কি।

ম্যাচ শেষে সাংবাদিকদের মুলার বলেন, “এটা আমাদের খুবই ভালো একটি ম্যাচ ছিল। দীর্ঘ সময়ের মধ্যে সেরা ম্যাচ। তবে আমরা যথেষ্ট নিখুঁত ছিলাম না।”

“আমরাই রিয়ালকে বাঁচিয়ে দিয়েছি, এমনকি দ্বিতীয় গোলটি করতে তাদের সাহায্য করেছি।….গোলের অনেকগুলো সুযোগ ছিল আমাদের।”

আগামী মঙ্গলবার ফিরতি লেগ খেলতে সান্তিয়াগো বের্নাবেউয়ে যাবে বায়ার্ন। ওই লড়াই নিয়ে আত্মবিশ্বাসী মুলার।

“আমরা লড়াই ছেড়ে দেব না।…তবে আমাদের দরকার আগ্রাসী মানসিকতা।”