৩-০ গোলের জয় চেয়েছিল রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের মাঠে জয়ে উচ্ছ্বসিত সের্হিও রামোসের নজর এখন ফিরতি লেগে। তবে রিয়াল মাদ্রিদের অধিনায়ক জানালেন, প্রতিপক্ষের মাঠে আরও বড় জয়ের প্রত্যাশা ছিল তার দলের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2018, 02:14 PM
Updated : 26 April 2018, 02:14 PM

বুধবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনা থেকে ২-১ গোলের জয় নিয়ে ফেরে প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। জসুয়া কিমিচের গোলে স্বাগতিকরা প্রথমে এগিয়ে গেলেও খেই হারায়নি জিনেদিন জিদানের দল। মার্সেলো ও মার্কো আসেনসিওর গোলে জয় তুলে নেয় অতিথিরা।

প্রতিপক্ষের মাঠে মূল্যবান দুই গোলে ফাইনালের পথে এগিয়ে রইল ইউরোপ সেরার প্রতিযোগিতার গত দুই আসরের চ্যাম্পিয়ন রিয়াল। সান্তিয়াগো বের্নাবেউয়ে আগামী মঙ্গলবার হবে ফিরতি লেগের লড়াই।

বায়ার্নের বিপক্ষে জয়ের পর স্প্যানিশ ডিফেন্ডার রামোস বলেন, “আমরা ৩-০ গোলের জয় আশা করেছিলাম। তবে এটা সব সময় কঠিন হয়।”

“চ্যাম্পিয়ন্স লিগ এমনই হয়। অসাধারণ একটি ম্যাচে জড়িত থাকতে পারাটা আমরা উপভোগ করেছি। দল নিখুঁত খেলা খেলেছে। রক্ষণে ভালো খেলেছি। আমরা সতর্ক ছিলাম যে, লড়াইটা সহজ হবে না।”

“এখানে আসা এবং খেলা খুবই কঠিন।…আমাদের এখন বের্নাবেউয়ে কাজটা শেষ করতে হবে। আমরা এখনও কিছুই অর্জন করিনি। আমাদের শান্ত থাকতে হবে; বায়ার্নকে সমীহ করতে হবে।”