চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর নতুন রেকর্ড

ইউরোপ সেরার প্রতিযোগিতায় টানা ১১ ম্যাচ পর গোল করতে ব্যর্থ হলেন ক্রিস্তিয়ানো রোনালদো। তবে নিজের ব্যর্থতার দিনে দলের জয়ে গড়েছেন নতুন রেকর্ড। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে সর্বোচ্চ জয়ের মালিক এখন পর্তুগিজ অধিনায়ক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2018, 07:10 AM
Updated : 26 April 2018, 07:10 AM

যদিও বায়ার্ন মিউনিখের মাঠে শুরুটা ভালো ছিল না বর্তমান চ্যাম্পিয়নদের। জসুয়া কিমিচের গোলে ২৮তম মিনিটে লিড স্বাগতিকদের। তবে মার্সেলো ও মার্কো আসেনসিওর লক্ষ্যভেদে সেমি-ফাইনালের প্রথম লেগে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের দল। 

এই জয়ে টুর্নামেন্টে ৯৬তম ম্যাচ জিতলেন রোনালদো। সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ স্প্যানিশ গোলরক্ষক ইকার ক্যাসিয়াস জিতেছিলেন ৯৫ ম্যাচ।

রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগে এটি ১৫০তম জয়। যদিও এদিন চলতি মৌসুমে প্রথমবারের মতো ইউরোপ সেরা প্রতিযোগিতায় জালের দেখা পাননি ক্রিস্তিয়ানো রোনালদো।

১১ ম্যাচে গোল করার পর আলিয়াঞ্জ অ্যারেনায় থামল তার টানা গোলের রেকর্ড। ২০১৭ সালের মে মাসে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে সেমি-ফাইনালের পর প্রতিটি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচেই গোল করেন ৩৩ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড।