‘আবাহনী আবাহনীর মতো খেলেনি’

শুরুতে এগিয়ে গেলেও শেষটা ভালো হয়নি আবাহনী লিমিটেডের। এএফসি কাপের ম্যাচে আইজল এফসির সঙ্গে পয়েন্ট ভাগাভাগির পর হতাশ কোচ সাইফুল বারী টিটু জানালেন, আবাহনী যেমনটা খেলে, তেমনটা পারেনি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2018, 03:21 PM
Updated : 25 April 2018, 03:21 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার ‘ই’ গ্রুপের ম্যাচে ভারতের আই লিগের চ্যাম্পিয়ন আইজল এফসির সঙ্গে ১-১ ড্র করে আবাহনী। প্রথম লেগে আইজলের মাঠে ৩-০ গোলে জিতেছিল টিটুর দল।

ড্রয়ের পর কোচ টিটু জানালেন, আইজলকে হারাতে এমেকা-ইমন-ওয়ারী-কোজিমাদের মধ্যে যে সমন্বয়টুকু থাকার দরকার ছিল, সেটা ছিল না।

“এটা আমাদের জন্য হতাশাজনক ম্যাচ। ফিটনেস লেভেলে পার্থক্য ছিল। তাছাড়া, আমার মনে হয়নি আবাহনী তার মতো করে খেলছে। একেকজন একেকভাবে খেলছে।”

প্রথম লেগে আলো ছড়িয়েছিলেন রুবেল মিয়া-সেইয়া কোজিমা ও এলিসন উডোকা। ফিরতি লেগে এমেকা ডারলিংটন গোল করলেও ড্রয়ের পেছনে ফরোয়ার্ডদেরও দায় দেখছেন টিটু।

“এখানে আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেনি দল। ম্যাচটি আসলে ৫০-৫০ ছিল। আমাদের আরও গোল করার তাড়না থাকা উচিত ছিল।”

টানা তিন হারের পর প্রথম পয়েন্ট পেয়ে দারুণ খুশি আইজল কোচ সন্তোষ কাশ্যপ, “আগের ম্যাচে আমরা ৩-০ গোলে হেরেছি। তাই এখান থেকে ১ পয়েন্ট নিতে পেরে খুশি। সুযোগগুলো কাজে লাগাতে পারলে আমরা জিততেও পারতাম। তবে দুই দল ভালো খেলেছে।”