যুব অলিম্পিক হকির বাছাইয়ে সিঙ্গাপুরকে হারাল বাংলাদেশ

যুব অলিম্পিক হকির বাছাইয়ে দাপুটে শুরু পেয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ১০-৪ গোলে হারিয়েছে গোবিনাথান কৃষ্ণমুর্তির দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2018, 10:09 AM
Updated : 25 April 2018, 10:09 AM

থাইল্যান্ডের ব্যাংককে বুধবার ‘বি’ পুলের ম্যাচে বাংলাদেশের জয়ে মোহাম্মদ মহসিন তিন গোল করেন। সারোয়ার শাওন, আবেদ উদ্দিন, শফিউল আলম শিশির দুটি করে গোল করেন। অপর গোলদাতা রাকিবুল হাসান।

ফাইভ-এ-সাইড সংস্করণের এই টুর্নামেন্টে চতুর্থ মিনিটে মহসিনের গোলে এগিয়ে যাওয়া বাংলাদেশ পরের মিনিটে আবেদের লক্ষ্যভেদে ব্যবধান দ্বিগুণ করে নেয়। সিঙ্গাপুর এক গোল শোধ করলেও প্রথম ১০ মিনিটের পর্বে শাওনের জোড়া গোলে ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় রাখে বাংলাদেশ।

দ্বিতীয় ১০ মিনিটের পর্বে বাংলাদেশের সঙ্গে সমানে সমান লড়ে সিঙ্গাপুর। দুই পক্ষই তিনটি করে গোল পায়। কিন্তু শেষ ১০ মিনিটে সিঙ্গাপুর পেরে ওঠেনি। মহসিন দুটি ও রাকিবুলের এক গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বাংলাদেশের পরের ম্যাচ বৃহস্পতিবার কম্বোডিয়ার বিপক্ষে। গ্রুপ পর্যায়ে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ মালয়েশিয়া, পাকিস্তান ও চাইনিজ তাইপে।

বাছাইপর্বের সেরা দুই দল ২০১৮ সালের অক্টোবরে আর্জেন্টিনার বুয়েনস আইরেসের যুব অলিম্পিকে খেলার সুযোগ পাবে।