‘বায়ার্নের আক্রমণভাগ সামলানো সবচেয়ে কঠিন’

রবের্ত লেভানদোভস্কি, আরিয়েন রবেন ও ফ্রাঙ্ক রিবেরিতে সাজানো বায়ার্ন মিউনিখের আক্রমণভাগ সামলানো সবচেয়ে কঠিন বলে মনে করছেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার দানি কারভাহাল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2018, 04:51 AM
Updated : 25 April 2018, 04:51 AM

বুধবার বাংলাদেশ সময় পৌনে একটায় চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের প্রথম লেগে বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় খেলতে নামবে রিয়াল। ম্যাচের আগে প্রতিপক্ষের আক্রমণভাগ নিয়ে নিজের ভাবনার কথা জানান কারভাহাল।

“রবেন-লেভানদোভস্কি-রিবেরি ত্রয়ী সেরা এবং এই আক্রমণভাগকে সামলানো সবচেয়ে কঠিন।”

“রক্ষণের দৃষ্টিকোণ থেকে তারা ভীষণ বিপজ্জনক। যে কোনো পজিশনে থেকে তারা সুযোগ তৈরি করতে এবং গোল করতে পারে।”

বায়ার্নের আক্রমণভাগকে সমীহ করলেও নিজেদের কাজ করার ওপরই গুরুত্ব দিচ্ছেন কারভাহাল।

“কিন্তু আমরা অবশ্য আমাদের পরিকল্পনা এবং লক্ষ্যের প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখব। টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগে জেতাটা দারুণ হবে। তাই অনেক অনুপ্রেরণা এবং আগ্রহ নিয়ে এ ম্যাচ খেলতে নামব আমরা।”