চেনা কোর্সে সিদ্দিকুরের সাদামাটা শুরু

চেনা কোর্সে আলো ছড়ানোর প্রতিশ্রুতি দিয়ে সাদামাটা শুরু করেছেন সিদ্দিকুর রহমান। এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুরের প্রতিযোগিতা বিটিআই ওপেনে দেশি গলফারদের মধ্যে ভালো শুরু পেয়েছেন জামাল হোসেন মোল্লা ও শাখাওয়াত হোসেন সোহেল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2018, 01:00 PM
Updated : 24 April 2018, 01:00 PM

কুর্মিটোলা গলফ কোর্সে মঙ্গলবার প্রথম রাউন্ডে তিনটি বার্ডি ও একটি বোগি করেন সিদ্দিকুর। পারের চেয়ে দুই শট কম খেলে ১০ জনের সঙ্গে যৌথভাবে ১৫তম স্থানে আছেন এ প্রতিযোগিতায় ‍দুইবার সেরা হওয়া এই গলফার।

পারের চেয়ে ৪ শট করে কম খেলে তিন জনের সঙ্গে যৌথভাবে চতুর্থ স্থানে আছেন জামাল ও সোহেল। প্রথম রাউন্ডে পাঁচটি বার্ডি ও একটি বোগি করেছেন জামাল। চারটি বার্ডি, একটি ঈগল ও ‍দুটি বোগি করেন সোহেল।

প্রথম রাউন্ডে বাংলাদেশের গলফার মধ্যে ভালো করেছেন সজীব আলি ও দুলাল হোসেনও। পারের চেয়ে তিন শট করে কম খেলে যৌথভাবে নবম স্থানে আছেন দুজনে।

৫০ লাখ টাকা প্রাইজমানির এই আসরে পারের চেয়ে ১০ শট কম খেলে শীর্ষে রয়েছেন জাপানের হিগা কাজুকি।