এখনও শিরোপা দৌড়ে এগিয়ে ইউভেন্তুস: আল্লেগ্রি

নাপোলির কাছে ঘরের মাঠে হারের পরও ইউভেন্তুস সেরি আর শিরোপার দৌড়ে এগিয়ে আছে বলে দাবি কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2018, 11:02 AM
Updated : 23 April 2018, 11:02 AM

রোববার টেবিলের দুইয়ে থাকা নাপোলির কাছে ১-০ গোলে হেরে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। দুই দলের মধ্যে ব্যবধান এখন ১ পয়েন্ট।

হতাশার হারের পর সংবাদ সম্মেলনে নিজেদের ব্যর্থতা স্বীকার করেন আল্লেগ্রি। তবে তার দাবি, শিরোপার লড়াই এখনও ইউভেন্তুসের নিয়ন্ত্রণে।

“দুই দলের দিক থেকেই বাজে একটা ম্যাচ হয়েছে। খুব কম শটই গোলে ছিল। আমরা কিছু অসুবিধায় পড়েছিলাম, কিন্তু আমাদের আরও সতর্ক হয়ে শেষ পর্যন্ত এগুলো মোকাবেলা করা উচিৎ ছিল। সেট পিস থেকে শেষ মুহূর্তে গোল হজম করা উচিৎ হয়নি।”

“এটা ছিল মুখোমুখি লড়াই এবং এ ধরনের মুহূর্তে যে কোন কিছুই ঘটতে পারে। এখন আমাদের বিশ্রামের জন্য একদিন আছে। তারপর ইন্টারের বিপক্ষে ম্যাচের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আমি মনে করি, এই ম্যাচেই মৌসুমের শিরোপা ভাগ্য নির্ধারিত হবে।”

নাপোলিকে তাদের জয়ের জন্য প্রাপ্য কৃতিত্ব দিয়েছেন আল্লেগ্রি। তবে নিজেদের এগিয়ে রাখার পক্ষে যুক্তি দিলেন তিনি।

“তারা খুব কম সুযোগ তৈরি করতে পেরেছে। তাদের জিততেই হতো, আমাদের প্রয়োজন ছিল জয় অথবা ড্র।”

“আমরা এখনও টেবিলের শীর্ষে, এখনও সুবিধাজনক অবস্থায় আছি। চারটি ম্যাচ বাকি আছে। দুটি আমাদের মাঠে, দুটি বাইরে। তাই দেখা যাক কি হয়।”

“আরেকটা সুবিধা গোল পার্থক্য আমাদের পক্ষে আছে। মুখোমুখি লড়াইয়ে ফল সমান সমান। আমাদের ম্যাচটি ভুলে যেতে হবে। পরের ম্যাচটির জন্য প্রস্তুত হতে হবে এবং সেটা খুব গুরুত্বপূর্ণ হবে।”