সোয়ানসির জালে চ্যাম্পিয়ন সিটির গোল উৎসব

ইংলিশ প্রিমিয়ার লিগে আরেকটি দারুণ জয় পেয়েছে গত সপ্তাহে শিরোপা নিশ্চিত করা ম্যানচেস্টার সিটি। পুরো ম্যাচে আধিপত্য ধরে রেখে সোয়ানসি সিটিকে উড়িয়ে দিয়েছে পেপ গুয়ার্দিওয়ার দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2018, 05:27 PM
Updated : 22 April 2018, 05:47 PM

রোববার ইতিহাদ স্টেডিয়ামে পয়েন্ট তালিকার নিচের দিকের দলটিকে ৫-০ গোলে হারায় সিটি।

শিরোপা নিশ্চিত হওয়ার পর লিগে প্রথম মাঠে নামা সিটি ম্যাচের শুরুর দিকেই দুই গোলে এগিয়ে যায়। চার মিনিটের ব্যবধানে গোল দুটি করেন দাভিদ সিলভা ও রাহিম স্টার্লিং। দ্বিতীয়ার্ধে বাকি তিন গোল করেন কেভিন ডি ব্রুইনে, বের্নার্দো সিলভা ও গাব্রিয়েল জেসুস।

দ্বাদশ মিনিটে স্টার্লিংয়ের কাটব্যাক পেয়ে কোনাকুনি শটে দলকে এগিয়ে দেন দাভিদ সিলভা। ষোড়শ মিনিটে ফাবিয়ান ডেলফের বাড়ানো বল কাছ থেকে জালে জড়ান ইংলিশ মিডফিল্ডার স্টার্লিং।

দ্বিতীয়ার্ধের নবম মিনিটে প্রায় ২২ গজ দূর থেকে বুলেট শটে ব্যবধান আরও বাড়ান কেভিন ডি ব্রুইন।

৬৪তম মিনিটে স্কোরলাইন ৪-০ করেন বের্নার্দো সিলভা। ইংলিশ মিডফিল্ডার ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গাব্রিয়েল জেসুসের স্পট কিক গোলরক্ষক লুকাস ফাবিয়ান্সকি ঠেকিয়ে দেওয়ার পর ফিরতি বল জালে পাঠান পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো।

খানিক পর আবারও গোল খেতে বসেছিল অতিথিরা। স্টার্লিংয়ের কর্নারে দলকে বিপদমুক্ত করতে ইংলিশ ডিফেন্ডার অ্যালফি মসনের নেওয়া হেডে বল পোস্টে লাগে।

৮৮তম মিনিটে অবশেষে গোলের দেখা পান বেশ কয়েকটি সুযোগ নষ্ট করা জেসুস। ইয়াইয়া তুরের বাড়ানো বল হেডে জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

গত সাত মৌসুমে তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়া ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩৪ ম্যাচে ৯০। ৭৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

৩৫ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লিভারপুল। ৩৪ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে টটেনহ্যাম হটস্পার। ৬৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে চেলসি।

দিনের প্রথম ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৪-১ গোলে হারানো আর্সেনাল ৫৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে।