সোয়ানসির জালে চ্যাম্পিয়ন সিটির গোল উৎসব
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Apr 2018 11:27 PM BdST Updated: 22 Apr 2018 11:47 PM BdST
ইংলিশ প্রিমিয়ার লিগে আরেকটি দারুণ জয় পেয়েছে গত সপ্তাহে শিরোপা নিশ্চিত করা ম্যানচেস্টার সিটি। পুরো ম্যাচে আধিপত্য ধরে রেখে সোয়ানসি সিটিকে উড়িয়ে দিয়েছে পেপ গুয়ার্দিওয়ার দল।
রোববার ইতিহাদ স্টেডিয়ামে পয়েন্ট তালিকার নিচের দিকের দলটিকে ৫-০ গোলে হারায় সিটি।
শিরোপা নিশ্চিত হওয়ার পর লিগে প্রথম মাঠে নামা সিটি ম্যাচের শুরুর দিকেই দুই গোলে এগিয়ে যায়। চার মিনিটের ব্যবধানে গোল দুটি করেন দাভিদ সিলভা ও রাহিম স্টার্লিং। দ্বিতীয়ার্ধে বাকি তিন গোল করেন কেভিন ডি ব্রুইনে, বের্নার্দো সিলভা ও গাব্রিয়েল জেসুস।

দ্বিতীয়ার্ধের নবম মিনিটে প্রায় ২২ গজ দূর থেকে বুলেট শটে ব্যবধান আরও বাড়ান কেভিন ডি ব্রুইন।
৬৪তম মিনিটে স্কোরলাইন ৪-০ করেন বের্নার্দো সিলভা। ইংলিশ মিডফিল্ডার ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গাব্রিয়েল জেসুসের স্পট কিক গোলরক্ষক লুকাস ফাবিয়ান্সকি ঠেকিয়ে দেওয়ার পর ফিরতি বল জালে পাঠান পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো।
খানিক পর আবারও গোল খেতে বসেছিল অতিথিরা। স্টার্লিংয়ের কর্নারে দলকে বিপদমুক্ত করতে ইংলিশ ডিফেন্ডার অ্যালফি মসনের নেওয়া হেডে বল পোস্টে লাগে।

গত সাত মৌসুমে তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়া ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩৪ ম্যাচে ৯০। ৭৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
৩৫ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লিভারপুল। ৩৪ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে টটেনহ্যাম হটস্পার। ৬৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে চেলসি।
দিনের প্রথম ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৪-১ গোলে হারানো আর্সেনাল ৫৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে।
-
তৃতীয় রাউন্ডে মেদভেদেভ-শিয়াওতেক, হালেপ-প্লিসকোভার বিদায়
-
পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
-
‘রোল মডেল’ আনচেলত্তিকে হারাতে চান ক্লপ
-
ছিটকে গেলেন চোট পাওয়া কিংসের ৪ জনই
-
নতুন চোটে ক্যারিয়ার শেষ ইব্রাহিমোভিচের?
-
সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
-
কাবরেরার প্রতিশ্রুতিতে ‘ফ্যান্টাস্টিক’ কিছু নেই
-
রিয়ালের সঙ্গে হিসাব চুকাতে চান সালাহ
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- দেখিয়ে দিতে চান আজার