মন্টে কার্লো মাস্টার্স জিতে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রইলেন নাদাল

মন্টে কার্লো মাস্টার্সের ফাইনালে জাপানের কেই নিশিকোরিকে উড়িয়ে দিয়েছেন রাফায়েল নাদাল। শিরোপা জয়ের পাশাপাশি বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও ধরে রাখলেন স্পেনের এই তারকা। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2018, 04:06 PM
Updated : 22 April 2018, 04:06 PM

রোববার ফাইনালে নিশিকোরিকে সরাসরি ৬-৩, ৬-২ গেমে হারান নাদাল। এবার নিয়ে ক্লে-কোর্টের এই প্রতিযোগিতায় একাদশবারের মতো চ্যাম্পিয়ন হলেন আগেই এখানে রেকর্ড সংখ্যকবার শিরোপা জেতা ৩১ বছর বয়সী এই খেলোয়াড়।

র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখতে নিশিকোরিকে হারাতেই হতো ১৬টি গ্র্যান্ড স্ল্যাম জেতা নাদালকে। তিনি ম্যাচটিতে হেরে গেলে তাকে টপকে শীর্ষে উঠে আসতেন রেকর্ড ২০টি গ্র্যান্ড স্ল্যাম জেতা সুইজারল্যান্ডের রজার ফেদেরার।