মেরিনার্সের স্বপ্ন ভেঙে শিরোপা জিতল আবাহনী

প্রতিশোধ নেওয়া হয়নি মেরিনার ইয়াংসের। প্রথমবারের মতো ক্লাব হকির শিরোপাও জেতা হয়নি দলটির। তাদের স্বপ্ন ভেঙে মুকুট ধরে রেখেছে আবাহনী লিমিটেড।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2018, 03:00 PM
Updated : 23 April 2018, 08:39 AM

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে রোববার মেরিনার্সকে ১-০ গোলে হারায় মাহবুব হারুনের দল। এ প্রতিযোগিতায় টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে চতুর্থ শিরোপা জিতল আবাহনী। চারটি করে শিরোপা আছে মোহামেডান এসসি ও ঊষা ক্রীড়া চক্রের।

২০০৪ সালে প্রথমবারের মতো ক্লাব কাপ হকির ফাইনালে উঠেছিল মেরিনার্স। সেবার আবাহনীর কাছে হেরেই শিরোপা স্বপ্ন ভেঙেছিল তাদের। প্রতিশোধের সুযোগ এবার কাজে লাগাতে পারেনি অলিভার কুর্টসের দল।

ম্যাচের ষোড়শ মিনিটে প্রথম গোল পাওয়ার মতো আক্রমণ করে। জটলার মধ্যে থেকে কৃষ্ণ কুমারের ডাইভিং পুশ ঠিকানা খুঁজে পেলেও আম্পায়ার বাতিল করে দেন। সেলিম লাকি শুরুতে গোলের সিদ্ধান্ত দিলেও মেরিনার্সের আপত্তিতে দ্বিতীয় আম্পায়ারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত বদলান।

বিরতির পর পাওয়া পেনাল্টি কর্নারের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় আবাহনী। ৪১তম মিনিটে ইজওয়ান ফেরদৌসের পেনাল্টি কর্নার সারোয়ার হোসেন স্টপ করার পর সোহানুর রহমান সবুজের হিট জালে জড়ায়।

মেরিনার্সের রক্ষণে চাপ ধরে রেখে ৫৪তম মিনিটে আরেকটি পেনাল্টি কর্নার পায় আবাহনী। কিন্তু মোহাম্মদ আশরাফুলের হিট রুখে দেন গোলরক্ষক। একটু পর আশরাফুল আরেকটি সুযোগ পোস্টের বাইরে মারলে ব্যবধান দ্বিগুণ হয়নি।

শেষ দিকে পেনাল্টি কর্নার থেকে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল মেরিনার্স। কিন্তু নাইম উদ্দিনের জোরালো হিট ফিরিয়ে আবাহনীকে জয়ের পথে রাখেন গোলরক্ষক।

সাল

চ্যাম্পিয়ন

রানার্সআপ

১৯৯৮

ঊষা ক্রীড়া চক্র

আবাহনী

২০০০

ঊষা ক্রীড়া চক্র

মোহামেডান

২০০২

মোহামেডান

ঊষা ক্রীড়া চক্র

২০০৩

মোহামেডান

আবাহনী

২০০৪

আবাহনী

মেরিনার ইয়াংস

২০০৬

মোহামেডান

আবাহনী

২০০৮

আবাহনী

সোনালী ব্যাংক

২০১০

মোহামেডান

ঊষা ক্রীড়া চক্র

২০১২

ঊষা ক্রীড়া চক্র

আবাহনী

২০১৪

ঊষা ক্রীড়া চক্র

আবাহনী

২০১৬

আবাহনী

ঊষা ক্রীড়া চক্র

২০১৮

আবাহনী

মেরিনার ইয়াংস