মেয়েদের জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ শুরু মঙ্গলবার

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অনূর্ধ্ব-১৪ মেয়েদের জেএফএ কাপ ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে আগামী মঙ্গলবার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2018, 01:34 PM
Updated : 22 April 2018, 02:34 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে রোববার সংবাদ সম্মেলনে বাফুফের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান, জেএফএ কাপের এবারের প্রতিযোগিতায় ৩৫ জেলা দল অংশ নেবে।

শেষ দিকে পাঁচটি জেলা সরে দাঁড়ানো নিয়ে সংবাদ সম্মেলনে কিরণ জানান, “আসলে আর্থিক কারণে আমরা অনেক জেলাকে পাইনি। তা না হলে এবার অনেক জেলা অংশ নিতে পারত। তবে সেটা না হলেও এই প্রতিযোগিতা থেকে খেলোয়াড় বাছাই বরাবরের মতোই করা হবে।”

ছয় ভেন্যুর চ্যাম্পিয়ন এবং সেরা দুই রানার্সআপ মিলিয়ে ৮টি দল চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। চূড়ান্ত পর্বের খেলা হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

গাজীপুরের শহীদ বরকতউল্লাহ স্টেডিয়াম, গোপালগঞ্জের শেখ মনি স্টেডিয়াম, নীলফামারী জেলা স্টেডিয়াম, রাজশাহীর মুক্তিযোদ্ধা স্মৃতি জেলা স্টেডিয়াম, লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম এবং খুলনার মেট্রোপলিটন পুলিশ লাইন মাঠ-এই ছয় ভেন্যুতে হবে প্রাথমিক পর্বের খেলা।