টটেনহ্যামকে হারিয়ে এফএ কাপের ফাইনালে ম্যানইউ

আরও একবার এফএ কাপের সেমি-ফাইনাল থেকে ছিটকে পড়ল টটেনহ্যাম হটস্পার। তাদেরকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2018, 06:15 PM
Updated : 21 April 2018, 06:26 PM

শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে মাউরিসিও পচেত্তিনোর দলকে ২-১ গোলে হারায় ইউনাইটেড।     

প্রতিযোগিতার আটবারের চ্যাম্পিয়ন টটেনহ্যাম সবশেষ শিরোপা জিতেছে ১৯৯০-৯১ মৌসুমে। এরপর থেকে এ নিয়ে আটবার সেমি-ফাইনালে উঠলেও ফাইনালে আর উঠতে পারেনি তারা।

শেষ চারে টানা ব্যর্থতা ঘোঁচানোর লক্ষ্যে নামা টটেনহ্যাম একাদশ মিনিটে ডেলে আলির গোলে শুরুটা করেছিল দারুণ। ডান দিক থেকে ক্রিস্তিয়ান এরিকসেনের গোলমুখে বাড়ানো ক্রসে বল জালে জড়াতে একটা টোকারই দরকার ছিল।

২৪তম মিনিটে সমতায় ফেরে ইউনাইটেড। বাঁ-দিক থেকে পল পগবার ক্রসে হেডে গোলরক্ষককে পরাস্ত করেন জানুয়ারিতে আর্সেনাল থেকে আসা চিলির ফরোয়ার্ড সানচেস।

৬২তম মিনিটে আন্দের এররেরার গোলে এগিয়ে যায় ইউনাইটেড। সানচেসের পাসে ঠিকমতো পা লাগাতে পারেননি রোমেলু লুকাকু। তবে আলগা বল পেয়ে জোরালো নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ মিডফিল্ডার।

রোববার হতে যাওয়া দ্বিতীয় সেমি-ফাইনালে চেলসি ও সাউথ্যাম্পটনের মধ্যে বিজয়ীর সঙ্গে শিরোপা লড়াইয়ে নামবে প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড।