কোপা দেল রে জিততে আরেকটি আঙুল ভাঙতেও রাজি রাকিতিচ

কোপা দেল রের ফাইনালে বার্সেলোনা দলে ফিরতে পারেন হাতের আঙুলের চোট থেকে সেরে ওঠা ইভান রাকিতিচ। মাঠে ফিরতে মরিয়া এই মিডফিল্ডার শিরোপা জিততে দলের প্রয়োজনে আরও আঘাত সইতে রাজি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2018, 10:36 AM
Updated : 21 April 2018, 10:36 AM

চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের দ্বিতীয় লেগে রোমার বিপক্ষে বাঁ হাতের তর্জনীতে চোট পান রাকিতিচ। পরদিন পরীক্ষায় মেটাকারপাল হাঁড়ে চিড় ধরা পড়ে। পরে সেখানে অস্ত্রোপচার করা হয়। বার্সেলোনার হয়ে লা লিগায় ভালেন্সিয়া ও সেল্তা ভিগোর বিপক্ষে মাঠে নামতে পারেননি ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার।

সেভিয়ার বিপক্ষে ফাইনালে দলকে শিরোপা জেতাতে প্রয়োজনে আরেকটি আঙুল ভাঙতে রাজি ৩০ বছর বয়সী রাকিতিচ।

“প্রথমে যে বিষয়টা আমি চিকিৎসকদের জিজ্ঞাসা করেছিলাম তা হলো, আমি কবে আবার খেলতে পারব। এখন আমি ফিরেছি এবং অনুশীলনের প্রতিটি সেশনে ভালো করতে চাই। আমি আমার সতীর্থদের সাথে থাকতে এবং দলকে সাহায্য করতে পছন্দ করি।”

“আমি টিভিতে বা গ্যালারিতে বসে খেলা দেখতে পছন্দ করি না। আমি মাঠের চেয়ে মাঠের বাইরে থাকলে বেশি বিচলিত হয়ে পড়ি।”

“আগামীকাল (শনিবার) দাঁতে দাঁত চেপে আমাকে খেলতে হবে। যদি ম্যাচটি জিততে আমার আরেকটি আঙুল ভাঙতে হয়, আমি সেটাই করব।”