‘ভিনগ্রহের’ মেসিকে রুখে বার্সাকে হারানোর লক্ষ্য সেভিয়ার

বার্সেলোনা দলে লিওনেল মেসির মতো ‘ভিনগ্রহের ফুটবলার’ থাকলেও কোপা দেল রের ফাইনালে তাদের হারানোর সামর্থ্য আছে বলে মনে করেন সেভিয়ার কোচ ভিনচেনৎসো মনতেল্লা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2018, 07:02 AM
Updated : 21 April 2018, 07:40 AM

লা লিগার চলতি মৌসুমে শেষ পাঁচ ম্যাচে মাত্র তিন পয়েন্ট পেলেই শিরোপা পুনরুদ্ধার করবে বার্সেলোনা। স্পেনের ঘরোয়া ফুটবলে দ্বি-মুকুট অর্জনের লক্ষ্যে শনিবার রাতে বাংলাদেশ সময় রাত দেড়টায় কোপা দেল রের ফাইনালে নামছে কাতালান দলটি।

গত মাসে লা লিগার এই মৌসুমে প্রথম দল হিসাবে বার্সেলোনাকে হারানোর খুব কাছে পৌঁছেছিল সেভিয়া। তবে দ্বিতীয়ার্ধে বদলি নেমে একাই খেলার চিত্র পাল্টে দেন লিওনেল মেসি। শেষ তিন মিনিটে গোল করে ও করিয়ে ম্যাচে সমতা ফেরান। ২-২ গোলের ড্রয়ে শেষ হয় ম্যাচ।

আর্জেন্টাইন তারকাকে এবার আর সুযোগ দিতে চান না সেভিয়া কোচ। শিষ্যদের মনে করিয়ে দিচ্ছেন অঘটন ঘটাতে হলে রুখতে হবে মেসিকে।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসি মিলানের সাবেক এই কোচ বলেন, “লা লিগায় আমরা যেমনটা দেখেছি, বার্সেলোনা দারুণ একটা দল।”

“তারা এটা প্রায় জিতেই গেছে, তাই তারাই ফেভারিট। কিন্তু আমাদের ভাবতে হবে নিজেদের নিয়ে, আমাদের মনোভাব, মান ও দক্ষতা নিয়ে। কিভাবে বার্সেলোনাকে নিজেদের সর্বোচ্চটা দিয়ে মোকাবেলা করা যায় সেটাই আমাদের ভাবতে হবে।”

“আমিও মনে করি মেসি ভিন গ্রহের ফুটবলার। … বল পাওয়া থেকে তাকে দূরে রাখার চেষ্টা করতে হবে আমাদের।”

“আমরা দেখেছি, বার্সেলোনার বিপক্ষে জেতা সম্ভব, কিন্তু এজন্য আমাদের ম্যাচের পুরোটা সময় লক্ষ্যে অবিচল থাকতে হবে এবং কোনো মুহূর্তেই মনোযোগ হারালে চলবে না।”

“সমানে সমান ম্যাচ হবে বলে আমি ধারণা করছি, এমন একটা ম্যাচ যার ফল নির্ধারণ হবে ছোট ছোট বিষয়ে।”