বার্নলিকে হারিয়ে চেলসির প্রতিশোধ

চ্যাম্পিয়নের মুকুট পরে লিগে পথচলার শুরুতেই বার্নলির কাছে হেরে বসেছিল চেলসি। দ্বিতীয় পর্বের দেখায় দলটিকে তাদেরই মাঠে হারিয়ে প্রতিশোধ নিয়েছে আন্তোনিও কোন্তের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2018, 08:55 PM
Updated : 19 April 2018, 08:55 PM

বৃহস্পতিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে চেলসি। অগাস্টে বার্নলির কাছে ঘরের মাঠে ৩-২ গোলে হেরে লিগ শুরু করেছিল গতবারের চ্যাম্পিয়নরা।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের ২০তম মিনিটে আইরিশ ডিফেন্ডার কেভিন লংয়ের আত্মঘাতী গোলে এগিয়ে যায় চেলসি। অধিকাংশ সময় বল দখলে রাখা দলটি প্রথমার্ধে আরও দুটি সুযোগ পায়; কিন্তু আলভারো মোরাতা ও এনগোলো কঁতে লক্ষ্যভেদে ব্যর্থ হন।

৬৪তম মিনিটে ইংলিশ বংশোদ্ভূত অস্ট্রিয়ার স্ট্রাইকার অ্যাশলে বার্নসের গোলে সমতায় ফেরে বার্নলি। ৬৯তম মিনিটে নাইজেরিয়ার মিডফিল্ডার ভিক্টর মোজেজের গোলে ফের এগিয়ে যায় চেলসি। বল ডিফেন্ডার ওয়ার্ডের পায়ে লেগে জালে জড়ায়।

৩৪ ম্যাচে ১৯ জয় ও ছয় ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে চেলসি। সপ্তম স্থানে থাকা বার্নলির পয়েন্ট ৫২।

শিরোপা নিশ্চিত হয়ে যাওয়া ম্যানচেস্টার সিটি ৩৩ ম্যাচে ৮৭ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

৩৪ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তিনে লিভারপুল। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে টটেনহ্যাম হটস্পার। ৩৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আর্সেনাল।