রাশিয়া বিশ্বকাপে বড় পর্দায় দেখান হবে ভিএআর রিপ্লে

ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারিজ প্রযুক্তির মাধ্যমে কিভাবে সিদ্ধান্ত নেওয়া হয় তা রাশিয়া বিশ্বকাপে ম্যাচ চলার সময় স্টেডিয়ামের বড় পর্দায় দেখতে পারবেন দর্শকরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2018, 04:29 PM
Updated : 19 April 2018, 04:29 PM

এই প্রযুক্তির ভিত্তিতেই সংশয়পূর্ণ মুহূর্তে সিদ্ধান্ত নেবেন রেফারিরা। তবে অনেক সময় রেফারি কখন কিসের ভিত্তিতে ভিএআর প্রযুক্তি ব্যবহার করে সিদ্ধান্ত নিলেন সেটা বুঝতে না পেরে সংশয়ে থাকেন দর্শকরা। মাঠে ভিএআর রিপ্লে দেখান হলে পরিষ্কারভাবে তা বুঝতে পারবে তারা।

তবে অফিশিয়ালরা সিদ্ধান্ত নেওয়ার পরই কেবল রিপ্লে দেখতে পারবেন দর্শকরা। রেফারিদের ওপর সমর্থকদের প্রভাব এড়াতেই এই ব্যবস্থা।

প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে ব্যবহৃত হতে যাচ্ছে ভিএআর প্রযুক্তি। গোল, পেনাল্টি ও সরাসরি লাল কার্ড নিয়ে এবং ভুল করে কাউকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে ভিএআর ব্যবহার করা হবে।