‘বিশ্বকাপে সেরাদের একজন হবে নেইমার’

ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে নেইমার বড় প্রেরণা যোগাবে বলে বিশ্বাস দলটির সাবেক ডিফেন্ডার সের্জিনিয়োর।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2018, 03:28 PM
Updated : 18 April 2018, 04:12 PM

পায়ের পাতায় অস্ত্রোপচারের পর এখন পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমার। ১৭ মে হতে পারে আক্রমণভাগের এই খেলোয়াড়ের চোটের অবস্থার চূড়ান্ত পরীক্ষা। আর পরের মাসের ১৭ তারিখ রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে তার দল।
 
বিশ্বকাপে এবার ব্রাজিল দলের মূল ভূমিকা নেইমার পালন করবে বলে প্রত্যাশা ১৯৯৯ সালে দেশটির হয়ে কোপা আমেরিকা জেতা সের্জিনিয়োর। 
 
“আমি মনে করি, নেইমার পুরোপুরিভাবেই ফিরতে পারবে। খারাপ একটা চোট পেলেও সময়মতোই ফিরবে সে।”
 
“মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর পাশাপাশি সেও বিশ্বের সেরাদের কাতারে আছে। সে এবারের বিশ্বকাপে সেরাদের একজন হবে।”
 
চার বছর আগে নিজেদের মাঠে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন নেইমার। সেমি-ফাইনালে তাকে ছাড়া খেলতে নেমে জার্মানির কাছে ৭-১ গোলে উড়ে গিয়েছিল ব্রাজিল।
 
ওই ব্যর্থতা কাটিয়ে পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা এখন আছে দারুণ ছন্দে। বাছাই পর্বে দাপট দেখানো তিতের দলকে রাশিয়া বিশ্বকাপের মূল পর্বে দেখা হচ্ছে অন্যতম ফেভারিট হিসেবে।
   
এ ব্যাপারে এসি মিলানের হয়ে দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা সের্জিনিয়ো বলেন, “আমি মনে করি ২০১৪ সালের বিশ্বকাপের পর ব্রাজিল তাদের মানসিকতা পুরোপুরি পরিবর্তন করেছে। এখন তারা আরও শক্তিশালী একটা দল।”
 
“তিতেকে ধন্যবাদ। তারা ফুটবল খেলায় আনন্দ ও সৃজনশীলতা ফিরিয়ে আনতে পেরেছে, যেটা ২০১৪ সালের বিশ্বকাপে তাদের খেলায় ছিল না।”